সকাল ৬:৪৫ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আজ ঢাকা মাতাবেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আইমা বেগ

বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৫

 

পাকিস্তানর জনপ্রিয় সঙ্গীতশিল্পী আয়মা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে যাচ্ছেন। আজ শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের কনসার্টে গান গাইবেন তিনি। কনসার্টটি আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

প্রথমে কনসার্টটি সেনা প্রাঙ্গণে বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই এই কনসার্টে অংশ নিতে পারবেন।

‘ওয়ান ট্রু সাউন্ড’ ব্যানারে নিয়মিত দেশি শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবারই প্রথম এই আয়োজনে যুক্ত হচ্ছেন আয়মা বেগের মতো কোনো আন্তর্জাতিক শিল্পী। কনসার্ট শুরু হয়েছে বিকেল ৪টা থেকে। তবে আয়মা বেগ কখন মঞ্চে উঠবেন তা জানা যায়নি।

২০১৬ সালে পাকিস্তানি চলচ্চিত্র লাহোর সে আগে-তে প্লেব্যাকের মাধ্যমে সংগীতজগতে অভিষেক হয় আইমা বেগের। ওই সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ‘কালাবাজ দিল’ গানটির জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার অর্জন করেন।

এরপর তিনি সাত দিন মোহাব্বত ইন, দ্য ডাংকি কিং, কাফ কাঙ্গনা, বাজি–সহ আরও অনেক জনপ্রিয় সিনেমায় গান গেয়ে প্রশংসিত হন।

আইমা বেগ ২০১৭, ২০১৮ ও ২০১৯—টানা তিন বছর কোক স্টুডিও পাকিস্তান-এ পারফর্ম করেন। এছাড়াও, ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের থিম সং ‘আগে দেখ’-এ আতিফ আসলামের সঙ্গে এবং ২০২৩ সালে আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দেন তিনি।

আজকের কনসার্টে আইমা বেগের উপস্থিতি ঢাকার সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *