সন্ধ্যা ৬:১০ | মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
১১ এপ্রিল ২০২৫

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ‍্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হামলা ও পাল্টা হামলার ঘটনায় পাঁচজনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ‍্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন (৪৮), তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম. রহমান সফল (২৭), স্থানীয় ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল (২৫) এবং প্রতিপক্ষের কবীর হোসেনসহ (৫০) অজ্ঞাত আরও একজন।

আহতদের উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ‍্যে আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

পাগলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ‍্যে সংঘর্ষ হয়েছে। এতে একপক্ষের সুজন নামের একজন এবং অপর পক্ষের কবির নামের একজনসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *