রাত ১০:০৭ | বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তদারকিতে আলাদা কমিটি : হামজার হোম অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা স্টেডিয়াম

বিশেষ সংবাদদাতা
০৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়ে গেছে ইংলিশ লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ।

অ্যাওয়ে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সি পরা হামজা এখন হোম অভিষেকের ক্ষণ গুনছেন। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে ঢাকা স্টেডিয়ামে ফুটবল ফিরবে বলে এরই মধ্যে বাফুফেকে আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজা চৌধুরী ঢাকায় আসার পর ১৯ মার্চ সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ক্রীড়া উপদেষ্টার সাথে। ওই সময় তার সঙ্গে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ক্রীড়া উপদেষ্টা ওই দিনই বাফুফে সভাপতিকে আশ্বাস দিয়েছিলেন, সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজনের। এরপর ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসেও একই আশ্বাস দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা।

আশ্বাসতো পাওয়া যাচ্ছে। বাস্তবে স্টেডিয়াম সংস্কার কাজের অগ্রগতি কতটুকু? এসব দেখতে বুধবার বাফুফের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে সংস্কারাধীন জাতীয় স্টেডিয়াম। বাফুফের অন্যতম সহসভাপতি ফাহাদ করীমের নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন সদস্য কামরুল হাসান হিলটন, গোলাম গাউস, ইকবাল হোসেন ও জাকির হোসেন চৌধুরী।

মাঠ পরিদর্শন শেষে ফাহাদ করীম বলেছেন, ‘আমি তো টেকনিক্যাল তেমন কিছু বুঝি না। আমাদের এখনো গ্রাউন্ডস কমিটি গঠন হয়নি। দ্রুতই হবে। এছাড়া এই স্টেডিয়ামের তদারকির জন্য আলাদা একটা কমিটি গঠন করা হবে।’

মাঠের কাজ প্রায় শেষ দিকেই বলে জানিয়েছেন বাফুফের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দিয়েছেন হামজার হোম অভিষেক এই জাতীয় স্টেডিয়ামেই হবে। প্রথম থেকেই উনি এই বিষয়ে বেশ আন্তরিক। ওনার মন্ত্রণালয় থেকে শুরু করে করে জাতীয় ক্রীড়া পরিষদ সব কিছু মিলিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ক্রীড়া উপদেষ্টার ঘোষণার পর আমরা আরও আস্থা পেয়েছি। সে কারণেই আমরা মাঠ দেখতে এসেছি। প্রাথমিক যেটা মনে হয়েছে মাঠ বেশ ভালো অবস্থায় আছে। সামান্য কিছু কাজ আছে। কিছু কাজ আছে সেটা আমরা নিজেরা করবো।’

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *