ভোর ৫:০৭ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুর বাড়ির সামনে জিম্মিদের পরিবারের সদস্যদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫

পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্য এবং সমর্থকরা। প্রিয়জনদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। সে সময় তারা গাজায় বন্দি থাকা ৫৯ জিম্মির ছবি নিয়ে বিক্ষোভ করেন। খবর আল জাজিরার।

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাদের দুজনের মধ্যে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর বাসভবনের সামনে ওই বিক্ষোভ হয়েছে।

ভারদা বেন বেরাচের নাতি এডান আলেক্সান্দার গাজায় জিম্মি হিসেবে বন্দি আছেন। তিনি এই দুই নেতাকে এ বিষয়ে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

তিনি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, আপনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। আপনার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বসে একটি চুক্তিতে পৌঁছানো যেন সবাইকে বাড়িতে ফিরিয়ে আনা যায়। আমরা এটাই প্রত্যাশা করছি। ইসরায়েল বলছে, তাদের ধারণা গাজায় আর মাত্র ২৪ জন জিম্মি জীবিত রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া দুই শতাধিক লোককে জিম্মি হিসেবে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।

অবরুদ্ধ এই উপত্যকায় অভিযানের নামে নিরীহ নারী, পুরুষ এবং শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। গাজাকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন।

 

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *