দুপুর ১:৫৭ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

১৩ এপ্রিল পার্বত্য ৩ জেলায় ব্যাংক বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৫

চৈত্রসংক্রান্তিতে দেশের তিন জেলায় ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৩ এপ্রিল (রোববার) পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে নির্বাহী আদেশে আগামী রোববার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *