সকাল ৭:২৮ | শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এবার দল কিনলেন শচীন কন্যা

স্পোর্টস ডেস্ক

৩ এপ্রিল ২০২৫

 

 

নতুন ভূমিকায় সারা টেন্ডুলকার। টি-টোয়েন্টি লিগে দল কিনলেন শচীন টেন্ডুলকার কন্যা। মুম্বাইয়ের দলের মালিকানা কিনেছেন। অবশ্য এটি ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে।

‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দল কিনেছেন সারা। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুম খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লাখ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা।

বিভিন্ন চ্যানেল ও অ্যাপে এই খেলা দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিও সিনেমা ও স্পোর্টস ১৮। এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গিয়েছে। অর্থাৎ, এই মৌসুমে জিও হটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে।

ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, “ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভাল দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।”

অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি সচিন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। শচীনের পুত্র তথা সারার ভাই অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাইয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও একজন যুক্ত হলেন ক্রিকেটে।

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *