দুপুর ১:০২ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জাহ্নবীকে নিয়ে চিন্তিত ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক
২৬ মার্চ ২০২৫

 

 

ক্যাটরিনা কাইফ এবং জাহ্নবী কাপুর, হিন্দি সিনেমা জগতের সবচেয়ে সুন্দরী দুই অভিনেত্রী। ক্যাটরিনা জাহ্নবীর সিনিয়র, এবং তাদের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক রয়েছে। যদিও ক্যাটরিনা এবং জাহ্নবী এখনও একসঙ্গে কাজ করার সুযোগ পাননি।

ক্যাটরিনা ‘বুম’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক করেছিলেন, যা সম্ভবত অনেকেই জানেন না। এতে অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার এবং মধু সাপ্রে, জিনাত আমানদের মতো অভিনেতারা ছিলেন।

এদিকে জাহ্নবী তার এক দশকেরও বেশি সময় পরে ‘ধড়ক’ দিয়ে আত্মপ্রকাশ করেন। পেশাদার জীবনের কথা বলতে গেলে জাহ্নবী অনেকটা ক্যাটরিনার মতো। ক্যাটের মতো, কাপুরও খুব পরিশ্রমী এবং ঝুঁকি নিতে পছন্দ করেন।

হিন্দি ভাষায় দক্ষতা না থাকার কারণে ক্যাটরিনা প্রথমে সমস্যার সম্মুখীন হন। কিন্তু তিনি কঠোর পরিশ্রম করেন এবং আজ, ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি সেই বিরল অভিনেত্রীদের মধ্যে একজন যিনি তিন খান- শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে কাজ করেছেন।

ক্যাটরিনা কাইফ একবার কালারস ইনফিনিটি শো-এর সেটে গিয়েছিলেন, যেখানে তাকে এমন একজন সেলিব্রিটির নাম বলতে বলা হয়েছিল যিনি তাদের জিম বা ওয়ার্কআউট লুক নিয়ে সর্বোচ্চ পারদর্শিতা দেখান। যারা ক্যাটরিনার ভক্ত তারা অভিনেত্রীর ফিটনেসের প্রতি নিষ্ঠা সম্পর্কে জানেন। বেশ কয়েকজন অভিনেত্রীও তাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। উপস্থাপক নেহা ধুপিয়া তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘কোন সেলেব্রিটি তার জিম এবং ওয়ার্কআউট লুকে ওটিটি-তে যায়?’

উত্তরে ক্যাটরিনা উচ্চারণ করেন জাহ্নবী কাপুরের নাম। বলেন যে, তিনি তার জিম লুক নিয়ে চিন্তিত।

ক্যাটরিনা বলেন, ‘ওটিটি নয়, কিন্তু জাহ্নবীর খুব ছোট শর্টস পড়া নিয়ে আমি চিন্তিত! সে আমার জিমেও আসে, তাই আমরা প্রায়শই জিমে একসঙ্গে থাকি। মাঝে মাঝে আমি শুধু তাকে নিয়ে চিন্তায় থাকি।’

ক্যাটরিনার এই মন্তব্যটি জাহ্নবীর ভক্তদের কাছে ভালো লাগেনি এবং সোশ্যাল মিডিয়ায় সেটা বেশ বিতর্কেরও জন্ম দিয়েছে।

যদিও চলতি মাসে জাহ্নবী কাপুর ‘রুহি’র তার গান ‘নাদিয়োঁ পার’র চার বছর পূর্তি উদযাপনের জন্য একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি ক্যাটরিনার কথা উল্লেখ করে লিখেছেন, ‘হেয়ার, মেকআপ, ডান্স ওয়ার্ড্রোব, সবকিছুই ইন্সপো আইকনিক ছিল ক্যাটরিনা কাইফ, সবকিছু।’

এই পোষ্টের মধ্য দিয়েই জাহ্নবী বুঝিয়ে দিয়েছেন তার লুক এবং আরও অনেক কিছুর পিছনে ক্যাটরিনাই তার অনুপ্রেরণা।

এদিকে কাজের সূত্রে ক্যাটরিনা কাইফকে সর্বশেষ গত বছর পর্দায় দেখা গেছে ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায়। বর্তমানে তিনি বরুন দেওয়ানের সঙ্গে নতুন একটি সিনেমার শুটিং করছেন।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *