ভোর ৫:০০ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ম্যাচ শেষ করেই তামিমকে দেখতে ছুটলেন মুশফিক-মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫

 

ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির তিন নম্বর মাঠে আজ (সোমবার) মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ ছিল। সেই ম্যাচে টসও করতে নেমেছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস করে ড্রেসিংরুমে ফিরেই বললেন, আমার অস্বস্তি লাগছে। এরপরই মুহূর্তের মধ্যেই অবস্থা খারাপ হতে থাকে।

তামিমের অবস্থা দেখে সবাই ধরে নিয়েছে, হয়তো হার্ট অ্যাটাক করেছেন তিনি। দ্রুত হেলিকপ্টার আনা হয় এভারকেয়ার হসপিটালে আনার লক্ষ্যে। সব ঠিকঠাক করে হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে আবারও লুটিয়ে পড়েন তিনি।

অবস্থা যা, তাতে তাকে ওই মুহূর্তে হেলিকপ্টারে তোলা নিরাপদ ছিল না দেখে দ্রুত সাভারের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে নেওয়া হয় তামিমকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, কথা বলেছেন পরিবারের সঙ্গে।

এদিকে নিয়ম মেনে প্রিমিয়ার লিগের ম্যাচ চলছিল। তামিমকে হাসপাতালে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে মোহামেডান।

ম্যাচ শেষ করেই তড়িঘড়ি করে তামিমকে দেখতে হাসপাতালে ছুটলেন তার জাতীয় দলের সাবেক এবং বর্তমান মোহামেডান সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সঙ্গে ছিলেন মোহামেডানের কোচিং এবং সাপোর্ট স্টাফরাও।

তামিম ইকবালের জ্ঞান ফিরলেও এখনও সংকট কাটেনি। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তামিম। যেহেতু লাইফ সাপোর্টে, চাইলেও তামিমের সঙ্গে দেখা করতে পারছেন না সবাই। তবে খোঁজখবর মিলছে।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *