স্পোর্টস ডেস্ক

মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জাগিয়েও সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। সে কারণে আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে হলে তাদের বাছাইপর্বের পরীক্ষায় পাস করতে হবে। পাকিস্তানের লাহোরে আগামী ৯-১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। আজ (শুক্রবার) ৬ দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।
টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ— গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ৬ দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে। আইসিসির এই ইভেন্টে সরাসরি জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

এর আগে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ১০টি দেশ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। যেখানে ভারতসহ শীর্ষ ৬টি দেশ বিশ্বকাপের টিকিট কাটে। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও, জ্যোতিরা পিছিয়ে ছিলেন নেট রানরেটের হিসাবে। উইন্ডিজদের বিপক্ষে গত জানুয়ারিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে উঠে যেত। কিন্তু তারা সেই সিরিজ হারে ২-১ ব্যবধানে। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছিল ৭-১০ নম্বরে।
জ উ ./ এনজি