বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জা বি
১১ মার্চ ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সৌহার্দ্য-সম্প্রীতির গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজন মিলে দেড় হাজারেরও বেশি রোজাদার অংশ নেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রক্টর এ কে এম রাশিদুল আলম।
আয়োজকদের একজন হুসনী মুবারক বলেন, গতবছর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গণইফতারে নিষেধাজ্ঞা দিলে এর প্রতিবাদে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি গণইফতারের আয়োজন করা হয়। তার ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের এ আয়োজন।
আয়োজকদের আরেকজন জিয়াউদ্দিন আয়ান বলেন, আমরা এ আয়োজনে বন্ধুবান্ধব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। আগামীতেও এমন আয়োজনে প্রশাসন সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমার স্নেহের শিক্ষার্থীদের এমন আয়োজনকে স্বাগত জানাই। এখান থেকে আমাদের সম্প্রীতির শিক্ষা নিতে হবে। সারা বছর সেটি পালন করার চেষ্টা করতে হবে।
জা ই / এনজি