রাত ৪:১৪ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

এনজি প্রতিবেদন
০৬ মার্চ ২০২৫

 

 

লাইফ সাপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃহস্পতিবার মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তার অবস্থা সংকটাপন্ন।

জানা গেছে, ৭৫ বছর বয়সী এই শিক্ষাবিদ বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার ক্রানিয়াল সার্জারি করা হলেও স্নায়ুতন্ত্রের জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস চলছে যান্ত্রিকভাবে।

পরিবারের সদস্যরা জানান, আরেফিন সিদ্দিক অচেতন অবস্থায় আছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, তবে পরিস্থিতি অনিশ্চিত।

পরিবারের সদস্যরা আরও জানান, তিনি (আরেফিন সিদ্দিক) দুপুর সোয়া ২টার দিকে বুথে গিয়ে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের মতো হতে পারে।

উল্লেখ্য, ড. আরেফিন সিদ্দিক ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি, নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ ঘটে। উপাচার্য হিসেবে অবসরের পর তিনি পুনরায় অধ্যাপনায় ফিরে যান এবং ২০২০ সালের জুনে চূড়ান্তভাবে অবসর নেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *