দুপুর ১:৫৫ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিবিরের আয়ের উৎস কোথায়, জানালেন ঢাবি শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ ২০২৫

 

 

কর্মজীবনে যাওয়ার পর একজন শিবিরকর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ।

গতকাল সোমবার (০৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে এ কথা বলেন তিন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়ের উৎস সম্পর্কে তিনি বলেন, আমাদের সম্পদ মূলত সাবেকরাই এবং বর্তমান জনশক্তি। বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে। ছাত্রশিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে। তারাই আমাদের সম্পদ।

এসএম ফরহাদ বলেন, শিবিরের যারা কর্মী, সার্থী ও সদস্য থাকেন তারা ছাত্রজীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন। কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন। যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব আমার সংগঠনকে সহযোগিতা করতে। ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন।

এ সময় তিনি বলেন, প্রতিদিন প্রায় ৫০০ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে।

উল্লেখ্য, শিবির সেক্রেটারি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিমউদ্‌দীন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীমউদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া এসএম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *