রাত ৮:০৮ | শনিবার | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ক্যানসারে মেয়ের মৃত্যু, হাসপাতাল বানাতে ১০ হাজার কোটি দিলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৫

ক্যানসারে মেয়ের মৃত্যুর পর তার স্মরণে ক্যানসার হাসপাতাল তৈরিতে প্রায় ৩ বিলিয়ন দিরহাম দান করেছেন আরব আমিরাতের ব্যবসায়ী মিরওয়াইস আজিজি। যা বাংলাদেশি অর্থে প্রায় ১০ হাজার কোটি টাকার সমান। তিনি ‘ফাদার্স এনডোর্সমেন্ট’ নামে একটি ক্যাম্পেইনে এই অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মিরওয়াইস আজিজি আমিরাতের বিখ্যাত আজিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার মেয়ে ফারিস্তা আজিজি ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন।

তার দান করা অর্থে দুবাইয়ে একটি অলাভজনক হাসপাতাল তৈরি করা হবে। সেখানে আমিরাতের ক্যানসার আক্রান্ত রোগীদের বিনামূল্যে এবং সহজলভ্য চিকিৎসা প্রধান করবে। এছাড়া হাসপাতালটিতে থাকবে একটি গবেষণাগার। যেখান থেকে ক্যানসার চিকিৎসার সর্বশেষ প্রযুক্তির উদ্ভাবন করে সেগুলো কাজে লাগানো হবে।

সংবাদমাধ্যম খালিজ টাইমসকে আজিজি গ্রুপের চেয়ারম্যান গত রোববার বলেন, “আমিরাতের মানুষকে সেরা ক্যানসার চিকিৎসার জন্য আর ইউরোপ বা অন্য কোথাও যেতে হবে না “

খালিজ টাইমস জানিয়েছে, মানবিক কোনো কাজে আমিরাতে এটিই সবচেয়ে বড় কোনো অনুদানের ঘটনা।

মারওয়াইস আজিজি জানিয়েছেন, এই হাসপাতালটির নির্মাণ কাজ এ বছরই শুরু হবে। এছাড়া বিশ্বজুড়ে একইরকম আরও কয়েকটি হাসপাতাল তৈরি করা হবে।
‘ফাদার্স এনডোর্সমেন্ট’ নামে এ ক্যাম্পেইনটি শুরু করেছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

মেয়ের স্মরণে হাসপাতাল তৈরির ব্যাপারে মারওয়াইস আজিজি বলেন, “আমার দ্বিতীয় মেয়ে, ফারিস্তা, ক্যানসারে আক্রান্ত হয়েছিল। প্রথম ধাপের চিকিৎসা সফল হয়েছিল। কিন্তু সাত মাস আগে তার শরীরে আবারও ক্যানসার ফিরে আসে। ২০২৪ সালের ২৯ অক্টোবর আল্লাহর ইচ্ছায়, আমার প্রিয় ফারিস্তা মারা যায়। আমরা তাকে দুবাইয়ে কবর দেই। এটি ছিল তার বাড়ি। যেখানে সে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠেছিল। ফারিস্তার মৃত্যুর পর আমার মধ্যে দান করার আকাঙ্খা আবারও বেড়ে যায়। যে মানবতার মাধ্যমে আমরা একেঅপরের সঙ্গে যুক্ত সেটি মাঝে মাঝে এমন বড় ক্ষতি আমাদের মনে করিয়ে দেয়।”

তিনি আফগানিস্তানের কাবুলেও ৫০০ মিলিয়ন ডলার খরচ করে একটি মেডিকেল কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। যেটি তার মেয়ের নামে হবে। সেখানে ক্যানসার ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হবে।

 

 

সূত্র: খালিজ টাইমস  /শ ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *