দুপুর ১২:৪৫ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় চ্যাম্পিয়ন নীড়ের শ্রীলঙ্কায় পদক

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জুলাই ২০২৪

 

মাত্র ১৫ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার মনন রেজা নীড়। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর দিনই শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেন। ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে ব্লিটজ প্রতিযোগিতায় নীড় রৌপ্য জিতেছেন। নীড়ের মা মৌমন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বুদ্ধিভিত্তিক খেলা দাবার বিভিন্ন ধরন রয়েছে। ব্লিটজ হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত পরিসরের খেলা। এই খেলা দাবাড়ু তিন মিনিট দুই সেকেন্ড সময় পান। দুই দাবাড়ুর মধ্যে যার সময় আগে শেষ হবে তিনি পরাজিত হিসেবে গণ্য হন। এরকম দ্রুতগতির দাবায় বাংলাদেশ ফিদে মাস্টার নীড় শ্রীলঙ্কায় রৌপ্য জিতেছেন। বাংলাদেশের সম্ভাবনাময় দাবাড়ু নীড়। অল্প বয়সে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক অর্জন করেছেন। বিদেশের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নীড়ের পাশে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটো।

 

শ্রীলঙ্কার কলম্বোতে স্ট্যান্ডার্ড প্রতিযোগিতার পাশাপাশি আজ ব্লিটজ অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৪ শ্রীলঙ্কার কলোম্বো শহরে অনুষ্ঠানরত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৪ এর সপ্তম রাউন্ড শেষে অনূর্ধ্ব-১৪ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। সাত খেলায় ৫ পয়েন্ট নিয়ে ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার মনন রেজা নীড় তৃতীয় স্থানে রয়েছেন। সাত খেলায় বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে ওয়ারিসা হায়দার ৫ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, পেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ঐতিজ্য বড়ুয়া ও বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু সাড়ে চার পয়েন্ট করে, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আবরার রেজাউল আহনাফ মোহাম্মদ ৪ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে আফনান জারিফ হক ও ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে সাফায়েত কিবরিয়া আজান সাড়ে তিন পয়েন্ট করে, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সৈয়দ রিদওয়ান আড়াই পয়েন্ট পেয়েছেন।

 

এজেড/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *