সকাল ৮:৫৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মহাকুম্ভে ক্যাটরিনাকে ঘিরে ধরল স্বল্পবসনা পুরুষরা!

বিনোদন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫

 

 

 

সদ্য শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দুপুরে পরমার্থ নিকেতনে আধ্যাত্মিক আলোচনার পর সন্ধ্যায় আশ্রমের সদস্যদের সঙ্গে গঙ্গারতি করেন তিনি।

শাশুড়ির সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্যস্নানও সারেন ভিকিপত্নী। আর সেখানেই ঘটে বিপত্তি! মহাকুম্ভে বলিউডের সুপারস্টার নায়িকার অমৃতস্নান দেখতে উপচে পড়ে ভিড়।

স্বল্পবাস পুরুষরা এমনভাবে জেঁকে ধরেছিলেন যে, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই ক্যাটরিনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা কাইফ তখন সদ্য আস্থার ডুব দেওয়ার জন্য জলে নেমেছেন। এসময় কয়েকজন স্বল্পবাস পুরুষ ভক্ত এসে হাঁটুজলেই ঘিরে ধরে নায়িকাকে। তৎক্ষণাৎ পাপারাজ্জিদের ভিড় জমে যায় সেখানে।

এদিকে ভেজা শরীরে ক্যাটরিনার গা ঢাকতে তখন তোয়ালে এগিয়ে দিলেন কয়েকজন পুরুষ। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান অভিনেত্রী নিজেও।

জানা গেছে, মহাকুম্ভের ভিআইপি জোনে থাকা সত্ত্বেও স্নান করতে গিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হয় ক্যাটরিনাকে। সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ বলিউড অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

স্বামী ভিকি কৌশল বর্তমানে ব্যস্ত ‘ছাবা’ নিয়ে। গত ১৩ ফেব্রুয়ারি প্রয়াগরাজে প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে পুণ্যস্নান সেরে এসেছিলেন তিনি। আর সোমবার ক্যাটরিনা নিজেই শাশুড়িকে নিয়ে মহাকুম্ভের আখড়ায় পৌঁছে গেলেন।

সেখানে পরমার্থ নিকেতন আশ্রমে ঠাঁই নিয়েছিলেন অভিনেত্রী এবং তার শাশুড়ি বিনা কৌশল। এদিন কুম্ভে পৌঁছে প্রথমেই দেখা করেন আশ্রমের মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে। ক্যাটরিনার কপালে তিলক। পরনে হালকা গেরুয়া সালোয়ার। মেকআপের লেশমাত্র নেই। ওড়নায় কাঁধ ঢেকে মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা গেল বলিউড অভিনেত্রীকে।

পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতা সেরে আখড়ায় মেঝেয় বসে আধ্যাত্মিক আলোচনায় মগ্ন থাকতে দেখা যায় ক্যাটরিনাকে। মন দিয়ে মহারাজের কথা শুনছিলেন।

সংবাদ সংস্থা পিটিআই-এর ক্যামেরাবন্দি ছবিতেই দেখা গেল, তারকাসুলভ কোনও আচরণ নেই! বরং মহাকুম্ভে গিয়ে সেখানকার ‘আধ্যাত্মিকভবে’ মজে বলিউড অভিনেত্রী। এমন ‘সংস্কারি বউমা’র সঙ্গে কথা বলে খুশি আশ্রমের সাধুসন্তরা।

পরদিন মঙ্গলবার ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন ক্যাটরিনা কাইফ। কেমন অনুভূতি? অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি ভাগ্যবান, যে এবার এখানে আসতে পারলাম। আজ গোটা দিনটা মহাকুম্ভেই কাটাব। এখানকার আধ্যাত্মিক শক্তি উপভোগ করছি। স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগছে।’

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *