বিকাল ৩:২৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুশতাককে কোচ হিসেবে চেয়েছিলেন নারী ক্রিকেটাররাও

ক্রীড়া প্রতিবেদক
১৪ জুলাই ২০২৪

 

 

এশিয়া কাপকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি সারছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। আজ রোবরার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন লেগ স্পিনান রাবেয়া খান।

শুরুতে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে রাবেয়া বলেন, ‘অবশ্যই দেখেন আমরা আমাদের গ্রুপে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড আছে। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অবশ্য সেমিফাইনাল তো টার্গেট করেছি ফাইনালটা পরের ম্যাচে দেখা যাবে। সেমিফাইনাল খেলার পরে আমরা ফাইনাল কনফার্ম করব।’

সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ছিলেন মুশতাক আহমেদ। তবে বিশ্বকাপ শেষে পাড়ি দিয়েছেন ইংল্যান্ডে। তবে নারী দলের ক্রিকেটার রাবেয়া জানালেন তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন তারা, ‘হ্যাঁ অবশ্যই ভালো হবে যখন বিশ্বকাপ চলতেছিল আমরা লেগ স্পিনাররা বলতেছিলাম যে মুশতাক যদি আমাদের সাথে কিছুদিন কাজ করে তাহলে আমাদের জন্য ভালো হবে।’

দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। তার মত অভিজ্ঞ একজন ক্রিকেটার দলে ফেরায় খুশি ক্রিকেটাররাও। রাবেয়া বলছিলেন, ‘জাহানারা আপু ফিরেছে আমরা সবাই খুব খুশি হয়েছি। সে শেষ প্রিমিয়ার লিগে এবং আমাদের যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানে খুবই দারুণ বোলিং করেছে, আমরা তাকে নিয়ে খুশি।’

সবশেষ অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিং করেছিলের বাংলাদেশের ব্যাটাররা। তবে এশিয়া কাপে ভালো করার প্রত্যয় রাবেয়ার কন্ঠে, ‘এখানকার উইকেট আর ওখানকার উইকেট অনেক পার্থক্য আছে। যদিও এশিয়ার মধ্যে তারপরেও পার্থক্য আছে। আমাদের কোচ আমাদের ব্যাটসম্যানদের নিয়ে অনেক কাজ করেছে। ইনশা-আল্লাহ ভালো কিছু হবে।’

 

এসএইচ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *