জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৫
আগামী ভারত ম্যাচের জন্য গত ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। আগামী শুক্রবার এই ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ফলে ৮ জন ফুটবলার অনুশীলন বা ক্যাম্প করার আগেই বাদ পড়ে গেলেন।
৩৮ জনের তালিকায় পাঁচ জন ছিলেন গোলরক্ষক। ৩০ জনের তালিকায় দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান বাদ পড়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে মোহামেডানের দ্বিতীয় গোলরক্ষক সাকিব আল হাসানের নাম মিল থাকায় গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। তবে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় সেই সাকিব বাদ পড়েছেন।
বাংলাদেশের ফুটবলের সংস্কৃতি অনুযায়ী ক্যাম্প শুরু হওয়ার আগের দিন প্রাথমিক তালিকা গণমাধ্যমে প্রকাশ করে ফেডারেশন। এবারই প্রথম ব্যতিক্রমভাবে দুই সপ্তাহ আগে বড় প্রাথমিক তালিকা প্রকাশ হয়েছিল। সেই তালিকায় জায়গা পাওয়া নতুন ফুটবলাররা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছিলেন। বাদ পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ। এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খানের বক্তব্য, ‘কোচ বিচার-বিবেচনা করে এই তালিকা তৈরি করেছেন। বাকি ৮ জনও বিকল্প হিসেবে রয়েছেন। ঢাকায় ও সৌদিতে অনুশীলন হবে তখন কেউ ইনজুরিতে পড়লে এদের মধ্যে কারো ডাক পড়বে।’
আগামী শুক্রবার রাজধানীর এক হোটেলে ২৮ জন ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন। পরের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু হবে। ৫ মার্চ সৌদির উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সৌদি সফরের আগে অন্তত ৩৮ জনের সবাইকে ক্যাম্পে ও অনুশীলনে দেখতেই পারতেন কোচ। যদি তাদের নাই ডাকেন তাহলে গণমাধ্যমে প্রকাশের যৌক্তিকতকা কী এই আলোচনাও উঠেছে ফুটবলাঙ্গনে।
৩০ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরি ও ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল। এই দুই জনের প্রসঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার বলেন, ‘হামজা মার্চের ১৮ তারিখ বাংলাদেশে আসতে পারেন। সৌদি থেকে দেশে আসবে বাংলাদেশ দল। সেই সময় দলের সঙ্গে অনুশীলন করে ভারত যাবেন হামজা এ রকম পরিকল্পনা চলছে। ফাহমিদুল ইতালি থেকে সৌদি আরবে ক্যাম্পে যোগদান করবে।’
আজ ঘোষিত প্রাথমিক তালিকায় রয়েছেন উঠতি তারকা শেখ মোরসালিন। তার বিরুদ্ধে আজ যৌতুকের মামলা হয়েছে। মামলাপ্রাপ্ত খেলোয়াড় জাতীয় দলে ক্যাম্প নিয়ে ম্যানেজার বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। এতে আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। সে আসবে ক্যাম্পে যদি বাফুফের কাছে বিষয়টি আসে তখন আমরা দেখব বিষয়টি।’
বাংলাদেশ দল ৫ মার্চ সৌদি যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ অবস্থান করবে। সেই সময় একটি/একাধিক অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের, ‘গত বছরও আমরা সৌদিতে ক্যাম্প করেছিলাম। তখন সুদান দলকে পেয়েছিলাম। এবারও পরিকল্পনা আছে কোনো দেশ বা স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে খেলার।’
৩০ জনের প্রাথমিক স্কোয়াড-
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা।
শ ই / এনজি