সকাল ৮:৫১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ের আসরে সাদা লেহেঙ্গায় মেহজাবীন

বিনোদন প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন তিনি। গতকাল রোববার ছিল তাদের আনুষ্ঠানিক গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। আজ বিয়ের আসর থেকে সাদা লেহেঙ্গায় ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

বিয়ের ঘোষণাসহ ছবির সঙ্গে মেহজাবীন লিখেছেন বর রাজীবের সঙ্গে প্রথম পরিচয়ের সুখস্মৃতির কথা। অভিনেত্রী লিখেছেন, ‘আঁকাবাঁকা দাঁতের হাসিমুখের সুন্দর একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি তখন একটা শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। সে রাস্তা থেকে আমার দিকে চেয়ে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম। সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়টা সে নিয়ে চলে গেছে। তক্ষুণি বুঝেছিলাম — আমার হয়ে গেছে।’

সেই দিনের পর কখন যেন দুজন দুজনার সঙ্গে জড়িয়ে যান, নিজেরাও সে খবর জানেন না। চুপিচুপি প্রেম করছিলেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। বিনোদন অঙ্গনে তাদের প্রেম নিয়ে ছিল নানান গুঞ্জন। এ নিয়ে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তারা।

প্রথম পরিচয়ের স্মৃতির কথা আজ ভাগাভাগি করার পর তিনি জানালেন বিয়ের খবর। মেহজাবীন লিখেছেন, ‘সেই ঘটনার ১৩ বছর পর আজ আমরা এখানে। আমাদের বয়স একসঙ্গে বেড়েছে, প্রতিটি উচ্চাকাঙ্ক্ষা আমরা একত্রে উদযাপন করছি এবং প্রতিটি খাঁদ সন্তপর্নে অতিক্রম করেছি। লোকে বলে, সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবনের হয় — আমরা সেটাকে দ্বিগুণ করেছি।’

বিয়ের ঘোষণা দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘ফেব্রুয়ারির ১৪ তারিখ আমরা আমাদের বন্ধনে সিলমোহর মেরেছি। হাতে হাত রেখে বাকিটা পথ হাঁটবো বলে প্রতিজ্ঞা করেছি। আদনান আল রাজীব, আমি তোমাকে জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।’

শুভকামনা প্রত্যাশী মেহজাবীন বন্ধু ও অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, ‘যেহেতু জীবনের নতুন অধ্যায় শুরু করছি, আজীবন একত্রে সুখে থাকতে আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।’

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। সূত্র জানায়, ঢাকার কাছেই এক অবকাশযাপন কেন্দ্রে বসেছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার আসর। গতকাল হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কজন তারকা ও নির্মাতা জানিয়েছেন ছবি না তোলার জন্য বিনম্র আহ্বান ছিল আয়োজকদের পক্ষ থেকে। এমনকি অনেকেই নিজেদের গাড়িতে ফোন রেখে অনুষ্ঠানে প্রবেশ করেছেন। তারপরও যারা ফোন নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, তাদের উদ্দেশে বারবার মাইকে ছবি না তোলার আহ্বান জানানো হয়। আজ মেহজাবীন ছবি প্রকাশের পর ওই অতিথিরাও নিজেদের ছবিগুলো পোস্ট করবেন বলে ধারণা করা হচ্ছে। হলুদের অনুষ্ঠানে গতকাল প্রায় আড়াইশ অতিথি আমন্ত্রণ পেয়েছিলেন।

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিনেমা ‘নীল সুখ’। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *