রাত ১০:৪৮ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দলের বিপদ দেখে মুহূর্তেই জার্সি বদলে ফেললেন সমর্থক, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

ফুটবলে পরিস্থিতি বেগতিক দেখে সমর্থকের জার্সি বদলে ফেলার বহুল পরিচিত কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তেমনই একটি মুহূর্ত ধরা পড়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের হার প্রায় নিশ্চিত হওয়ার পাকিস্তানি এক ভক্ত এমন নজির দেখিয়েছেন। পাকিস্তানি জার্সির ওপর ভারতের জার্সি পরার সেই ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

গতকাল (রোববার) দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে উন্মাদনায় ছিলেন ক্রিকেট ভক্তরা। ফলে স্টেডিয়ামও ছিল প্রায় হাউজফুল। যদিও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই কাঙ্ক্ষিত মাত্রায় জমেনি। বরং সাম্প্রতিক কালের অন্যান্য ম্যাচের মতোই ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান। পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই ভারতীয় জার্সি সঙ্গে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের এক সমর্থক। যা ম্যাচের ফল পরিবর্তনের আগেভাগেই তিনি পরিবর্তন করে ফেলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরিহিত কয়েকজন গ্যালারি থেকে খেলা দেখছিলেন। তাদের মধ্যে একজন হঠাৎ পরিহিত জার্সির ওপরেই ভারতের জার্সি গায়ে দেন। যা দেখে আশপাশের কেউ হাততালি আবার কেউবা খোঁচা মারছিলেন। এমন দৃশ্যে অবাক হয়ে যান ভারতীয় সমর্থকরাও।

 

পাকিস্তানের মাটিতে ২৮ বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট বসলেও, ভারত সেখানে খেলতে যায়নি। তাদের ম্যাচগুলো হচ্ছে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। এমনকি তাদের বিপক্ষে ম্যাচ খেলার জন্য আয়োজক পাকিস্তানকেও সেখানে উড়াল দিতে হয়েছে। ওই ম্যাচ দেখতে দর্শকের ঢল নেমেছিল দুবাইয়ের গ্যালারিতে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের খেলায় আহমেদাবাদে পাকিস্তানের দর্শক ছিল না বললেই চলে। ফলে খেলার মতোই গ্যালারিতেও দর্শকদের দাপট ছিল একপেশে। তবে দুবাইয়ে উভয় দেশের সমর্থকদেরই প্রায় সমান উপস্থিতি দেখা গেছে।

ম্যাচটিতে আগে ব্যাট করা পাকিস্তান টেনেটুনে ২৪১ রান সংগ্রহ করে। যা বিরাট কোহলির ৫১তম ওয়ানডে সেঞ্চুরিতে ভারত ৪৫ বল এবং ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। এই ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা রেখেছে রোহিত শর্মার দল। অন্যদিকে, নিউজিল্যান্ডের পর এই ম্যাচেও হেরে পাকিস্তান বিদায়ের পথেই রয়েছে। তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ (সোমবার) রাওয়ালপিন্ডিতে চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে। বাংলাদেশ হারলে তাদের সঙ্গে পাকিস্তানও বিদায় নিশ্চিত করবে। আর সেমিতে উঠে যাবে ভারত ও নিউজিল্যান্ড।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *