রাত ১০:৪১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আজ দোয়া মাহফিল বিএনপির

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

 

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি। গতকাল  সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একদিনের এই কর্মসূচি করেন।

তিনি বলেন, ‘‘ প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি বিএনপি অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এই দিনটি। এবার ২৫ ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করার ঘোষণা দেয়া হয়েছে। জাতীয়ভাবে এই দিবসটি পালনে সরকারের ঘোষণার প্রতি বিএনপি সমর্থন জানাচ্ছে। এতো দিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের কৃত অপকর্ম ঢেকে রাখার জন্য এই দিবসটিকে আড়াল করে রাখার চেষ্টা করেছে।”

‘‘ এই দিবসটি উপলক্ষে বিএনপির ঢাকায় যেমন কর্মসূচি রয়েছে…সকালে বনানী সেনা কবরাস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া অনুষ্ঠান হবে এবং একই সঙ্গে সারাদেশে জেলা-মহানগরে বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।”

আলোচনা সভাটি হবে বিকাল সাড়ে তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে।

২০০৯ সালের ২৫ ফেব্রয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটনায় সেনাবাহিনীর ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তা নিহত হন।

রিজভী বলেন, ‘‘ বিডিআর বিদ্রোহ ঘটনার সেনা তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, ওই সময়ের রিপোর্টে স্পষ্টভাবে জানা গেছে যে, ওই নৃশংস হত্যাকান্ডের পেছনে ততকালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা এর মধ্যে সম্পৃক্ত থাকতে পারে। এই কারণে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছি… জনগনের কাছে প্রকৃত কি অবস্থা হয়েছে সেটা জানানো হয়নি।”

‘‘ কালো গ্লাস ঢাকা মাইক্রোবাস ওই সময় যেতে পারলো… আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভেতরে(পিলখানায়) ঢুকে কথা বলছেন, আলোচনা করছেন, তাদের কিছু হচ্ছে না। কিন্তু ভেতরে যে নৃশংসতা যারা সংঘটিত করেছে তাদের যারা মাস্টার মাইন্ড তাদের সাথে প্রধানমন্ত্রী কথা বলছেন, তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বলছেন। সব কিছু মিলিয়েই বাংলাদেশকে পঙ্গু করার, বাংলাদেশে যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠার যে ধারা তৈরি হয়েছিলো শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে আধুনিক যে সেনা বাহিনী গঠনের প্রচেষ্টা চলেছিলো…. তার আগে ৭২-৭৫ এর সেনাবাহিনীর একটা কাউন্টার ফোর্স হিসেবে রক্ষী বাহিনীকে আওয়ামী ফ্যাসিবাদের রক্ষক হিসেবে তৈরি করা হয়েছে সেই জায়গায় থেকে নানা ষড়যন্ত্র চক্রান্তের পরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি এই হত্যাকান্ড ঘটনা ঘটানো হয়েছিলো।এটা ছিলো দেশী এবং বিদেশী মাস্টার প্ল্যানড।”

২৫ ফেব্রুয়ারি ঘটনায় চৌকশ সেনা কর্মকর্তাদের পরিবারবর্গের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনাও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, প্রমূখ উপস্থিত ছিলেন।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *