ভোর ৫:০৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সারাদিনে কতবার ফোন চার্জ করা ভালো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫

 

স্মার্টফোন সারাক্ষণ সঙ্গে নিয়ে ঘুরছেন। এমনকি ঘুমানোর সময়ও সঙ্গে রাখছেন। কিন্তু সময়মতো চার্জ করছেন না। আবার দেখা যায় দিনে ভুলে যান, এরপর সারারাত ফোনটিকে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। এতে ফোনের আরও ক্ষতি করছেন। জানেন কি, দিনে কতবার ফোন চার্জ করা ভালো?

যদিও নির্দিষ্টভাবে এর কোনো জবাব দেওয়া যায় না। তবে আপনি কিছু ট্রিকস ফলো করতে পারেন। তাতে ফোনের ব্যাটারির আয়ু বাড়তে পারে।

দিনে অন্তত ২ বার ফোন চার্জে বসানো উচিত। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, অতিরিক্ত চার্জ ফোনের জন্য খারাপ হতে পারে। যার অর্থ হলো, বারবার ফোন চার্জে বসানো ঠিক নয়। এতে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি আরও নষ্ট হতে পারে।

একটি নিয়ম মনে রাখতে হবে। আসলে ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে গেলে সব ব্যবহারকারীর ২০-৮০ নীতি মেনে চলা উচিত। ফোনের ব্যাটারি ৮০ শতাংশের বেশি চার্জ করা যাবে না। আর ফোনের ব্যাটারির ২০ শতাংশের নিচে নামলে চার্জে বসাতে হবে।

আপনি চাইলে ফোনে ওভারচার্জিং প্রোটেকশন অপশন অন রাখতে পারেন। তাতে ফোন ৮০ শতাংশের পর ধীরে ধীরে চার্জ নেবে। ততক্ষণে আপনি ফোন চার্জ থেকে সরানোর সময় পেয়ে যাবেন।

আরও পড়ুন

ফোনে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে
যেখানে সেখানে কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক হোন

 

সূত্র: মেক ইউজ অব/ এনজি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজগেট২৪বিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখা পাঠানো ঠিকানা jafar224cu@gmail.com  এ ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *