স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫
সুইজারল্যান্ডের নিয়ন শহরে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুসারে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের আগেই।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়েছিল রিয়াল।
বায়ার্ন মিউনিখের সঙ্গে জোড়া বেঁধেছে জার্মানির আরেক ক্লাব বায়ার লেভারকুসেন। বর্তমানে জার্মান বুন্দেসলিগার শীর্ষস্থানীয় দল বায়ার্ন আর লেভারকুসেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই দুই দল গত সপ্তাহে বুন্দেসলিগায় ০-০ গোলে ড্র করেছিল।
টেবিলেল শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা লিভারপুল খেলবে ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে এর আগে কখনো মুখোমুখি হয়নি লিভারপুল ও পিএসজি। ২০১৮-১৯ মৌসুমে গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা।
স্প্যানিশ লা লিগার আরেক জায়ান্ট বার্সেলোনা মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব বেনফিকার। গেল ২২ জানুয়ারি লিসবনে বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছিল বার্সা।
ইংশিল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল খেলবে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান লড়বে ফেইনুর্ডের বিপক্ষে। জার্মান বুন্দেসলিগার আরেক ক্লাব ও গত মৌসুমের ফাইনালিস্ট বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের নিয়ম অনুযায়ী একই দেশের দুটি দল শেষ ষোলোয় একে অপরের বিপক্ষে খেলতে পারতো না। কিন্তু নতুন নিয়মে এই ধরনের ম্যাচ সম্ভব হচ্ছে।
শেষ ষোলার সম্পূর্ণ ড্র:
ক্লাব ব্রুগ (বেলজিয়াম) বনাম অ্যাস্টন ভিলা (ইংল্যান্ড)
বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি) বনাম লিল (ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ (স্পেন) বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন)
বায়ার্ন মিউনিখ (জার্মানি) বনাম বায়ার লেভারকুজেন (জার্মানি)
পিএসভি আইন্দহোভেন (নেদারল্যান্ডস) বনাম আর্সেনাল (ইংল্যান্ড)
ফেইনুর্ড রটারডাম (নেদারল্যান্ডস) বনাম ইন্টার মিলান (ইতালি)
পিএসজি (ফ্রান্স) বনাম লিভারপুল (ইংল্যান্ড)
বেনফিকা (পর্তুগাল) বনাম বার্সেলোনা (স্পেন)
শ ই / এনজি