রাত ১১:১৮ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উত্তরায় ঘটনায় আরও দুজন গ্রেপ্তার, উদ্ধার দুটি রামদা

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫

 

 

রাজধানীর উত্তরায় সড়কে প্রকাশ্যে মেহেবুল হাসান (৩৭) ও নাসরিন আক্তার ইপ্তি (২৮) নামের দুজনকে কোপানোর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ গ্রেপ্তার দুজন হলেন– সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার অন্য তিনজন হলেন– মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ মিয়া ওরফে শিশির (২২)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল (মঙ্গলবার) রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রওনক জাহান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কুপিয়েছেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল। হামলার ঘটনায় গতকাল (মঙ্গলবার) ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *