রাত ৪:৫৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিজের প্রতিষ্ঠান নিয়ে দেশের বাইরে থেকেও ভালোবাসা পান শাকিব

 

বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার নাম্বার ওয়ান তকমা প্রাপ্ত শাকিব খান। নায়ক হওয়ার পাশাপাশি করছেন ব্যবসাও। সম্প্রতি তার নিজের স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের ‘আপনজন’ এর লোগো উন্মোচন করলেন শাকিব।

শনিবার দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমক আয়োজনে রিমার্কের নতুন স্কিম প্যাকেজ ‘আপনজন’ উন্মোচনে বিশেষ বক্তব্য রাখেন শাকিব খান।

এ সময় শাকিব বলেন, ‘আমার ২৫ বছরের চলচ্চিত্র জীবনে পথচলা যেমন আপনাদের সঙ্গে নিয়ে হয়েছিল, তেমনই আপনাদের সাথে নিয়েই আমার এই ব্যবসায়ীক পথচলা শুরু হয়েছে। আপনারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।’

মেগাস্টার বলেন, ‘আমাদের রিমার্ক বা হ্যারল্যান যে শুধু দেশের গণ্ডির মধ্যেই, তা নয়। আমি যখন দেশের বাইরেও যাই তখন কোনো এক ফিমেল সুপারস্টার আমাকে বলে- তোমার হারল্যানের বিজ্ঞাপন কবে করব। কারও আবদার, তোমার লিলি বিউটি সোপের বিজ্ঞাপনে আমাকে নেবে না? আমার কাছে তখন ভাল লাগে। মনে হয়েছে, এইতো ভালোবাসা তো এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে চলে গেছে।’

শাকিব আরও বলেন, ‘আমরা রিমার্ক আপনাদের পরিবার। পরিবারের আপনজনের মতোই প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এই প্যাকেজের অংশ হচ্ছেন। তাই আমরাও তাদের পাশে দাঁড়াব।’

শেষে সুপারস্টার বলেন, ‘আপনজন একটি ভালোবাসার উদ্যোগ। এ আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।’

এ সময় শাকিবের সঙ্গে ছিলেন বিদ্যা সিনহা মীম, পরী মণি, পূজা চেরী, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দীঘিসহ একঝাঁক নায়িকা। এছাড়াও ছিলেন মামনুন ইমন। শাকিবের রিমার্কের নতুন একটি স্কিম চালু উপলক্ষেই একমঞ্চে জড় হন তারা এবং যে যার মত বক্তব্য দেন।

ডিএি/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *