রাত ১:৩৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৪৮তম জাতীয় অ্যাথলেটিকস : শিরিনের পাশে ফিরলেন ইসমাইল

বিশেষ সংবাদদাতা
১৭ ফেব্রুয়ারি ২০২৫

 

ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ঘরোয়া অ্যাথলেটিকসে অংশ নেওয়ার পর থেকে দেশের দ্রুততম মানবের খেতাব নিজের করে রেখেছিলেন। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে চারবার ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী ইমরান এবার না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আলোচনা ছিলো, কে পাচ্ছেন সেরার মুকুট!

মোহাম্মদ ইসমাইল ফিরবেন? নাকি নতুন কেউ হবেন দেশের দ্রুততম মানব। শেষ পর্যন্ত ইসমাইলই ফিরে পেয়েছেন তার শ্রেষ্ঠত্ব। সোমবার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল।

ইসমাইল দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের রাকিবুল হাসান। তিনি সময় নিয়েছেন ১০.৬৩ সেকেন্ড। ফিনিশিংয়ের আগে রাকিব শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে দৌড় শেষ করেই ট্র্যাকে পড়ে যান।

তিন বছর পর ইসমাইল মসনদ ফিরে পেয়ে বিজয়মঞ্চে দাড়িয়েছেন পুরোনো শিরিন আক্তারের পাশে। বাংলাদেশ নৌবাহিনীর শিরিন ১৬তম বার হলেন দেশের দ্রুততম মানবী। তিনি সময় নিয়েছেন ১২.০১ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন সাবেক দ্রুততম মানবী বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.১৫ সেকেন্ড।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতিসহ অন্য কর্মকর্তারা।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *