সকাল ৮:৪৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কার্তিকের সঙ্গে রোমান্সে মেতেছেন পুষ্পার আইটেম গার্ল

বিনোদন প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৫

 

‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের কথা বলার কিছু নেই। সারা দুনিয়া মাতিয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের ছবিটি। এতে ‘কিসসিক’ গানে আইটেম গার্ল হিসেবে পারফর্ম করে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার তিনি বলিউডে পা রাখতে চলেছেন। আর প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পাচ্ছেন হিন্দি সিনেমার হার্টথ্রব কার্তিক আরিয়ানকে।

বলিউড হাঙ্গামা এই তথ্য নিশ্চিত করে বলছে, টি-সিরিজ ইনস্টাগ্রামে একটি টিজার প্রকাশ করেছে যেখানে জানানো হয়েছে নুরাগ বসুর পরিচালিত রোমান্টিক ড্রামায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করতে চলেছেন শ্রীলালা। কয়েক বছর আগে এই ছবিটির ঘোষণা এসেছিল। তখন বলা হয়েছিল এতে কার্তিক মূল চরিত্রে অভিনয় করবেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হচ্ছে।

ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে শ্রীলীলার যোগদানের বিষয়টিও নিশ্চিত করেছেন। ১৫ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া টিজারে শ্রীলীলার সঙ্গে কার্তিকের ঝলমলে রোমান্সের কিছু দৃশ্য দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বেজেছে ‘আশিকি’ ছবির জনপ্রিয় ‘তু মেরি জিন্দেগি হে’ গানের নতুন ভার্সন।

কার্তিকের সঙ্গে রোমান্সে মেতেছেন পুষ্পার আইটেম গার্ল

টিজারের শুরুতেই দর্শকে পরিপূর্ণ এক কনসার্টের গিটার হাতে মঞ্চে এসে দাঁড়ান কার্তিক। মুখভর্তি লম্বা দাড়ি। ঠোঁটে জলন্ত সিগারেট। গিটারে আঙুল চালাতে চালাতে ঘোরলাগা এক্সপ্রেশন নিয়ে গান ধরেন তিনি। দেখতে দারুণ এক রকস্টারই মনে হচ্ছিল অভিনেতাকে। শ্রীলালা হাজির হয়েছেন কার্তিকের সঙ্গে দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত নিয়ে।

বোঝাই যাচ্ছে তরুণ দর্শকদের সামনে রেখে একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। ছবিটির নাম এখনও গোপন রাখা হয়েছে। এতে মিষ্টি কিছু গান তৈরি করবেন ভুবন কুমার।

সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *