রাত ১১:২১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৮০ বছরের গাজাবাসীর সঙ্গে ভয়াবহ নৃশংসতার তথ্য ফাঁস ইসরায়েলি সেনার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫

 

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মাস ধরে বর্বরতা চালিয়েছে দখলদার ইসরায়েল। সেখানকার সাধারণ মানুষের প্রতি তারা কী ধরনের নৃশংসতা চালিয়েছে, সেগুলো এখন ধীরে ধীরে সামনে আসছে।

দখলদার ইসরায়েলেরই এক সেনা ফাঁস করেছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে করা ভয়াবহ বর্বরতার কথা। যাকে গলায় বিস্ফোরক বেঁধে দীর্ঘ ৮ ঘণ্টা হাঁটানো হয়। এরপর ইসরায়েলি সেনারাই তাকে ও তার স্ত্রীকে হত্যা করে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হামাকোম’ এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। এই নির্মমতার সঙ্গে জড়িত এক সেনা সংবাদমাধ্যমটিকে বলেছেন, “গাজা সিটির জাইতুন এলাকায় আমরা তাকে আমাদের সঙ্গে তল্লাশি অভিযানে অংশ নিতে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়। তাকে বলা হয়, যদি আমাদের (বাড়িতে ও সুড়ঙ্গে ঢুকে) তল্লাশি চালাতে সহায়তা না করেন, বা অন্য কিছু করেন তাহলে বোমায় বিস্ফোরণ ঘটিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে।”

এই সেনা আরও বলেছেন, “এভাবে তিনি আমাদের সঙ্গে ৮ ঘণ্টা হাঁটেন। তিনি ছিলেন ৮০ বছরের বৃদ্ধ এবং তার পালিয়ে যাওয়ার ক্ষমতাও ছিল না। তিনি জানতেন, তার পেছনে থাকা সেনারা যে কোনো সময় বোমায় বিস্ফোরণ ঘটাবে এবং যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন।”

সংবাদমাধ্যম হামাকোম জানিয়েছে, ওই বৃদ্ধকে বাড়ি ও সুড়ঙ্গে ঢুকতে বাধ্য করার পর তাকে ও তার স্ত্রীকে আল-মাওয়াসি নামক এলাকায় চলে যেতে বলা হয়। কিন্তু যে সেনারা তার সঙ্গে এমন নির্মমতা করে, তারা অন্য ব্যাটালিয়নের সেনাদের এ ব্যাপারে অবহিত করেনি। তারা আল-মাওয়াসির দিকে রওনা দেওয়ার একটু পরেই অন্য সেনারা দুজনকেই গুলি করে হত্যা করে। তাদের মরদেহ পরবর্তীতে রাস্তায় পড়েছিল।

 

সূত্র: মিডেল ইস্ট আই / এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *