ক্রীড়া প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫

শেষ সময়ের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফি। সময়ের হিসেবে মাঠে গড়াতে বাকি আর ৩ দিন। আগামী বুধবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেট দুনিয়ার সেরা ৮ দলকে নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট। ইতোমধ্যে বাংলাদেশ দল দেশ ত্যাগ করে অবস্থান করছে দুবাইতে। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মোকাবেলা করবে টাইগাররা।
আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালহা বলেন, ‘ইন্ডিয়ার সাথে যখনই খেলি এমন একটা আশা থাকে যাই খেলি শেষ পর্যন্ত যায়। তবে ফিনিশিংটা হয়তোবা করতে পারিনা। আমি আশা করছি ওই ফিনিশটা এবার করতে পারব।’ তবে পাকিস্তানকে হারানোর প্রসঙ্গে তালহা বললেন, ‘পাকিস্তানকে হারানোটা সম্ভব।’
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজের দল প্রাইম ব্যাংক নিয়েও কথা বলেছেন তালহা। নিজের দল নিয়ে তিনি বললেন, ‘চ্যালেঞ্জ তো সব সময়ই থাকে। কিন্তু এবার আমরা মা শা আল্লাহ প্রাইম ব্যাংক খুব ভালো একটা টিম করতে পেরেছি; ইয়াং একটা সাইড। নাঈম শেখ, জাকির, দিপু, হাসান মাহমুদ, আরাফাত সানি, অপু, খালেদ, শামীম পাটোয়ারি, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, রিশাদ-টিমটা ভালো হয়েছে। মোটামুটি ভালো দল বানাতে পেরেছি।’
রোজার সময়ে দিনের বেলায় খেলাটাকেই বড় করে দেখছেন তালহা জুবায়ের, ‘চ্যালেঞ্জ একটাই থাকে রোজার সময় খেলা আর ওই গরমে খেলা। তো সর্বশেষ বছর আমার শাইনপুকুর যেরকম খেলেছি, খেলোয়াড়দের কাছ থেকে কোনো অভিযোগ ছিল না। সো এবারও আশা করব যে অভিযোগ ছাড়া খেলোয়াড়দের পাব এবং চোট ছাড়া একটা ভালো মৌসুম কাটাব।’
নিচের দিকের ব্যাটারদের নিয়ে তালহা বলেন, ‘আমরা যেকোনো জায়গায় টেলের কাছে হেরে যাই। বিপিএলেও আমার দলে এমনটা হয়েছিল চিটাগং কিংসের বিপক্ষে। আমার মনে হয় ওই সময়টায় খেলোয়াড়ের ভেতর একটু ম্যাচ শেষ হওয়ার আগেই জিতে গিয়েছি এমন একটা বডিল্যাঙ্গুয়েজ চলে আসে কিংবা রিল্যাক্স হয়ে যায়। সো আপনি পেশাদার ক্রিকেটে এটা যত কম হবে, তত ভালো হবে।’
জ উ / এনজি