স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিনিবিশ্বকাপখ্যাত টুর্নামেন্টের বিজয়ী দল ট্রফির পাশাপাশি ২২ লাখ ৪০ হাজার ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা।
ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। যে দল শিরোপার একেবারে কাছাকাছি গিয়ে ব্যর্থ হবে অর্থাৎ রানার্স-আপ হবে, তারা পাবে বিজয়ীদের অর্ধেক, ১১ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে যে দুটি দল বাদ পড়বে, তারা পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা)।
দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সর্বশেষ ২০১৭ সালে হয়েছিল জমজমাট এই টুর্নামেন্ট। সে আসরের তুলনায় এবারের প্রাইজমানি ৫৩ শতাংশ বেশি। ওই আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারও ৮ দল খেলবে। দুই গ্রুপে চারটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।
শুধু যে সেমিফাইনালিস্টরা পুরস্কার পাবে, বিষয়টি এমন নয়। গ্রুপপর্বের ম্যাচ জিতলেও প্রাইজমানি পাওয়া যাবে। প্রতিটি গ্রুপ ম্যাচে বিজয়ী দল ৩৪ হাজার ডলারের বেশি অর্থ পাবে।
পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। সপ্তম ও অষ্টম স্থান অর্জন করা দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার করে দেওয়া হবে। অর্থাৎ কোনো ম্যাচ না জিতলেও বিশাল অংকের অর্থ পাওয়া যাবে।
এক বিবৃতিতে এসব প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এই বিশাল অর্থ পুরস্কার আইসিসির ক্রিকেটে বিনিয়োগের প্রতিশ্রুতি ও আমাদের ইভেন্টগুলোর গ্লোবাল মর্যাদা বজায় রাখার প্রতিফলন। অর্থনৈতিক প্রণোদনার বাইরেও এই টুর্নামেন্টে কঠোর প্রতিযোগিতা হয়, বিশ্বব্যাপী ভক্তদের মোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্রিকেটের বিকাশ ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
উদ্বোধনী দিনে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান।
ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে। বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভারতের বিপক্ষেই, ২০ ফেব্রুয়ারি। টাইগারদের পরবর্তী ম্যাচে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজল্যিান্ডের বিপক্ষে; একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে।
গতকাল বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশা প্রকাশ করে বলেছেন, তারা শিরোপা জয়ের জন্যই যাচ্ছেন। শেষ পর্যন্ত টাইগাররা কতটুকু সাফল্য দেখাতে পারে সেটাই এখন দেখার।
জা ই/ এনজি