সকাল ৮:৪৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমাকে রাজা ডাকবেন না: বাবর

স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৫

 

 

ব্যাট হাতে অনেকদিন ধরেই ফর্মে নেই বাবর আজম। গতকাল বুধবার ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় পাকিস্তানের রেকর্ড জয়ের দিনেও ব্যর্থ তিনি। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার অবিশ্বাস্য সেঞ্চুরির দিনে পাকিস্তানের সাবেক অধিনায়ক করতে পেরেছেন মাত্র ২৩ রান।

ম্যাচের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবর ভক্তদের প্রতি একটি অনুরোধ করেছেন। সেখানে তিনি নিজের অপ্রাপ্তি আর অপরিপূর্ণতাকেই সামনে এনেছেন। বাবরের খেলা দেখে অনেকে ভক্ত তাকে রাজা উপাধি দিয়েছিলেন। কিন্তু বুধবার পাকিস্তান তারকা ভক্তদের আহ্বান করেছেন, তাকে যেন এ নামে ডাকা না হয়। শুধুমাত্র বড় কিছু অর্জন করলেই তিনি এই উপাধি পাওয়ার যোগ্য হবেন।

বাবর বলেন, ‘দয়া করে আমাকে রাজা ডাকবেন না। আমি রাজা নই। এখনো সে পর্যায়ে যেতে পারিনি। এখন আমার উপর নতুন দায়িত্ব (পাকিস্তানের ইনিংস ওপেন করা) এসে পড়েছে।’

সাবেক পাকিস্তান অধিনায়ক জানান, ব্যাটিংয়ে নামার সময় ভালো ইনিংস খেলার থাকে মানসিকতা তার। তবে তিনি স্বীকার করেছেন যে, সাম্প্রতিক সময়ে ইনিংস ভালোভাবে শেষ করতে সমস্যা হচ্ছে।

বাবর বলেন, ‘যখন ইনিংস বড় হয়, তখন আমি ম্যাচ ও পিচের ভালো একটা অনুভূতি পাই। সতীর্থ রিজওয়ান ও সালমান আগার পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘এ ধরনের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়ায়।’

নিজের ফর্ম সম্পর্কে বাবর বলেন, ‘আমি সেরাটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু একবার সেট হওয়ার পরও বড় ইনিংস খেলতে পারছি না। আমি নিজেই নিজের সঙ্গে আলোচনা করি, কীভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়।’

ডানহাতি অভিজ্ঞ ব্যাটার জোর দিয়ে বলেন, ‘অতীতের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবা উচিত নয়। আমি অতীতের পারফরম্যান্স নিয়ে চিন্তা করলে ভবিষ্যতে ভালো খেলতে পারবো না। আগের দিন যা হয়েছে, সেটা অতীত। প্রতিদিন নতুন পরিকল্পনা ও মানসিকতা নিয়ে নামতে হয়।’

 

 

শ ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *