রাত ২:৫৯ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

৯ মার্চ থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬ মার্চ ২০২৫

 

বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার। বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান কায়সার চৌধুরীর কাছে চেক হস্তান্তর করা হয়। আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে এক বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

আগামী ৯ মার্চ থেকে লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের পাওনাদি পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

 

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *