দুপুর ১:৫০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৮ বছর পর ভুটানের মাঠে প্রতিশোধ বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
০৫ সেপ্টেম্বর ২০২৪

২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুর চাংলিমিথাংয়ে আন্তর্জাতিক ফুটবলে ভুটানের কাছে প্রথম হেরেছিল বাংলাদেশ। সেই হার বাংলাদেশের ফুটবলকে নাড়িয়ে দিয়েছিল। তারপর বাংলাদেশ প্রায় আড়াই বছর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি।

পরবর্তীতে ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে চাংলিমিথাংয়ে আর খেলা হয়নি দুই দলের। যে কারণে দীর্ঘ ৮ বছর ধরে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ। সুযোগ বেশভালোভাবে কাজেও লাগায় মোরসালিনরা।

আজ বৃহস্পতিবার সেই চাংলিমিথাংয়ে ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। যদিও এই কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জ ছিল জামাল-তপুদের। তবুও প্রতিশোধ ঠিকই আদায় নিয়েছে লাল-সবজু জার্সিধারীরা।

গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-১ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচটি হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে।

চাংলিমিথাংয়ে ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধের পঞ্চম মিনিটে। গোলটি করেছেন মোরসালিন।

ডান প্রান্তের কর্নার ফ্লাগ থেকে ক্রস নিয়েছিলেন রাকিব হোসেন। ভুটানিজ গোলরক্ষক ফিস্ট করতে চেয়েছিলেন। তবে ঠিকঠাক হয়নি। সামনে দাঁড়ানো মোরসালিনের পায়ে বল লেগে আবার ভুটানি গোলরক্ষকের গায়ে লাগে। মোরসালিনের সামনে তখন ফাঁকা পোস্ট। ডান পায়ের টোকায় তিনি বল ঠেলে দেন জালে।

২০ মিনিটে ম্যাচে সমতা আনার সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। কর্নার থেকে জেলসেনের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বাকি সময়ে আর গোল হয়নি, ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও গোল হয়নি। বাংলাদেশ ব্যবধান বাড়াতে পারেনি, ভুটানও ম্যাচে ফিরতে পারেনি। বলতে গেলে নিস্প্রাণ একটি ম্যাচই দেখেছে থিম্পুর দর্শকরা। দুই দেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর।

 

 

আরআই/এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *