বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৫
এ বছর অনুষ্ঠিতব্য কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে উৎসব সভাপতি আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো ছবিগুলোর নাম ঘোষণা করেন।
চলতি বছর বসছে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন এ উৎসবের ৭৮তম আসর। ফ্রান্সের কান শহরের সৈকতপাড়ে ১৩ থেকে ২৪ মে পর্যন্ত চলবে এ উৎসব। এ বছর আসরের মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ২২টি সিনেমা, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ ও বেশ কজন প্রতিশ্রুতিশীল নির্মাতার অভিষেক চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’ বা প্রতিযোগিতার বাইরের বিভাগ, ‘মিডনাইট স্ক্রিনিংস’ মাঝরাতের প্রদর্শনী, ‘কান প্রিমিয়ার’ কান উদ্বোধনী এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’ বা বিশেষ প্রদর্শনী বিভাগগুলোতেও দেখানো হবে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন স্বাদের সিনেমা।
উদ্বোধনী সিনেমা (প্রতিযোগিতার বাইরে)
পার্তির উঁ জুর
পরিচালক: আমেলি বোনাঁ (অভিষেক সিনেমা)
মূল প্রতিযোগিতা
দ্য ফিনিশিয়ান স্কিম – ওয়েস অ্যান্ডারসন
এডিংটন – আরি অ্যাস্টার
জ্যুন মেয়ের – দারদেন ভাইয়েরা
আলফা – জুলিয়া দুকোর্নো
রেনোয়ার – হায়াকাওয়া চিয়ে
দ্য হিস্টোরি অব সাউন্ড – অলিভার হারমানাস
লা পেতিত দার্নিয়ের – হাফসিয়া হারজি
সিরাত – অলিভার লাক্সে
নিউ ওয়েভ – রিচার্ড লিঙ্কলেটার
টু প্রসিকিউটরস – সের্গেই লোজনিত্সা
ফুয়োরি – মারিও মার্তোনে
ও সেক্রেতো আজেন্তে – ক্লেবার মেন্ডোনসা ফিলো
দোসিয়ে ১৩৭ – ডমিনিক মল
অঁ সিম্পল আসিদঁ – জাফর পানাহি
দ্য মাস্টারমাইন্ড – কেলি রেইচার্ড
ওইগলস অব দ্য রিপাবলিক – তারিক সালেহ
সাউন্ড অব ফলিং – মাসচা শিলিনস্কি
রোমেরিয়া – কারলা সিমোন
সেন্টিমেন্টাল ভ্যালু – জোয়াকিম ট্রিয়ের
আঁ সার্তে রিগা
লা মিস্তেরিওসা মিরাদা দেল ফ্লামেঙ্কো – দিয়েগো সেসপেদেস
মেতেওরস – হুবার শারুয়েল
মাই ফাদার্স শ্যাডো – আকিনোলা ডেভিস জুনিয়র
ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ – স্তেফান দেমুস্তিয়ে
আর্চিন – হ্যারিস ডিকিনসন
হোমবাউন্ড – নীরজ ঘেওয়ান
তোই ইয়ামানামিনো হিকারি – ইশিকাওয়া কেই
এলেনর দ্য গ্রেট – স্কারলেট জোহানসন
কারাভান – জুজানা কির্চনারোভা
পিলিয়ন – হ্যারি লাইটন
আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে – মোরাদ মোস্তাফা
ওয়ান্স আপন আ টাইম ইন গাজা – আরব ও তারজান নাসের
দ্য প্লেগ – চার্লি পোলিঞ্জার
প্রমিসড স্কাই – এরিজ সেহিরি
লে চিত্তা দি পিয়ানুরা – ফ্রানচেস্কো সোসাই
তেস্তা ও ক্রোচে? – মাত্তেও জপ্পিস ও আলেস্সিও রিগো দে রিঘি
প্রতিযোগিতার বাইরের সিনেমা
কালারস অব টাইম – সেদ্রিক ক্লাপিশ
লা ফেম লা প্লু রিশ দু মন্ড – থিয়েরি ক্লিফা
মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং – ক্রিস্টোফার ম্যাককুয়ারি
ভি প্রিভে – রেবেকা জ্লতোভস্কি
মাঝরাতের প্রদর্শনী
ড্যালোয়ে – ইয়ান গোজলান
এক্সিট ৮ – কাওয়ামুরা জেনকি
ফেং লিন হু শান – ম্যাক জুনো
কান উদ্বোধনী
আমরুম – ফাতিহ আকিন
স্প্লিটসভিল – মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো
লা ওলা – সেবাস্তিয়ান লেলিও
কনেমারা – আলেক্স লুটজ
অরওয়েল: ২+২=৫ – রাউল পেক
দাস ফেরশভিন্ডেন দেস যোজেফ মেনগেলে – কিরিল সেরেব্রেনিকভ
বিশেষ প্রদর্শনী
স্টোরিজ অব সারেন্ডার – বোনো
টেল হার দ্যাট আই লাভ হার – রোমেন বোহরিঞ্জার
আ ম্যাগনিফিসেন্ট লাইফ – সিলভাঁ শোমে
এ বছর উৎসবের উদ্বোধনী দিনেই দেওয়া হবে আজীবন সম্মাননা। সম্মানসূচক এ পাম দ’র পাচ্ছেন কিংবদন্তি মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরো। উৎসবের দ্বিতীয় দিন (১৪ মে) গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উপস্থিত হয়ে নিজের সিনেমা উপভোগ করবেন হলিউড তারকা টম ক্রুজ। এ দিন অভিনেতার নতুন ছবি ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ প্রদর্শিত হবে।
ফা আ / এনজি