রাত ১০:১২ | সোমবার | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট থেকে মিছিল বের করে পরে উত্তর গেটে গিয়ে মিছিল শেষ করেন তারা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

jagonews24

পরবর্তী কর্মসূচি আমাদের ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। রোববার (২৭ এপ্রিল) সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালন এবং আগের দেওয়া সব নির্দেশনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *