রাত ১১:০১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫

 

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

চাকরিপ্রার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডা. রিজভী আহমেদ সিয়াম। তিনি বলেন, ‘আমাদের সবার মনে হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। এ প্রশ্ন বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন, যেটা দিয়ে আমাদের লিখিত পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে। আমাদের দাবি পিএসসি নতুন করে প্রশ্নপত্র মডারেশন করে এ পরীক্ষা আয়োজন করবে। এজন্য যৌক্তিক সময়ের মধ্যে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নিতে হবে।’

রিজভী আহমেদ সিয়াম বলেন, ‘বিসিএসের প্রশ্নপত্র তৈরি করেন এমন অনেক শিক্ষকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা জানিয়েছেন, ৫ আগস্টের পর কোনো প্রশ্নপত্র তারা পিএসসিতে জমা দেননি। ফলে পিএসসি যে প্রশ্নে পরীক্ষা নেবে সেটি অনেক আগে ছাপানো হয়েছে। যেই প্রশ্ন অনেকের কাছে চলে গিয়ে থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে।’

ডা. রিজভী আরও বলেন, ‘আমাদের দাবি এখন পরীক্ষা পেছানোর দাবিতে সীমাবদ্ধ নেই। আমরা পিএসসির পুনর্গঠন চাই। পিএসসিতে এখনো ফ্যাসিস্টদের দোসররা থাকতে পারেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে যদি আগের মতোই সবকিছু বহাল থাকে তাহলে ছাত্র-জনতার এত রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। সেই পুরোনো রীতি দেখার জন্য মানুষ জীবন দেয়নি।’

তিনি বলেন, ‘পিএসসির সামনে আন্দোলনের কারণে গত ১০ এপ্রিল আমাদের মারা হয়েছে। আশিক, নুর এবং আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। মাদকসেবীদের সঙ্গে আমাদের চার ঘণ্টা আটকে রাখা হয়েছে। পিএসসিতে এর আগে অনেক আন্দোলন হয়েছে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও এভাবে কাউকে মারা হয়নি।’

 

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *