জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৫
আম্পায়ারের শেষ বাঁশি। সঙ্গে সঙ্গেই ওমানের খেলোয়াড়দের উল্লাস। বাংলাদেশের খেলোয়াড়রা কেউ টার্ফে বসে পড়লেন। আবার কেউ লজ্জায় মুখ ঢাকার চেষ্টায়। ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকির সেমিফাইনালে ওমান ৫-৪ গোলে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে ফাইনালের পাশাপাশি ২০২৫ সালের এশিয়া কাপও নিশ্চিত করেছে। অন্যদিকে, বাংলাদেশ ফাইনালে উঠতে না পেরে প্রথমবারের মতো হকির এশিয়া কাপে খেলা হচ্ছে না।
১৯৮২ সাল থেকে শুরু হয়েছে এশিয়া কাপ হকির আসর। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই টুর্নামেন্টের প্রতি আসরই খেলে আসছে। ১৯৮৫ ও ২০১৭ দুই বার এশিয়ান হকির সর্বোচ্চ আসরের স্বাগতিকও হয়েছিল। এশিয়া কাপ হকির বাছাইপর্ব এএইচএফ কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট এশিয়া কাপ খেলার সুযোগ পায়। বাংলাদেশ এএইচএফ কাপে তিনবার চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূলপর্বে খেলেছে বিগত তিন আসরে।
এএইচএফ কাপ থেকে ওমান এবং বাংলাদেশই এশিয়া কাপে খেলেছে সাম্প্রতিক কয়েকটি আসরে। সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়ে যাওয়ায় এক দল এশিয়া কাপ খেলতে পারবে না সেটা নিশ্চিত হয়ে পড়ে। গত কয়েক বছর ধরেই ওমান বাংলাদেশের প্রতিপক্ষ। সেই ওমানের বিপক্ষে বাংলাদেশ বিগত সময়ে জিতলেও আজ আর জিততে পারেনি। ফলে প্রথমবারের মতো এশিয়া কাপে থাকছে না বাংলাদেশের নাম।
ম্যাচের ৮ মিনিটে ওমান খেলায় লিড নেয়। মিনিট পাঁচেক পর সোহানুর রহমান সবুজের গোলে খেলায় সমতা আনে বাংলাদেশ। তিনি গোলটি করেন পেনাল্টি কর্নার থেকে। দ্বিতীয় কোয়ার্টারের অষ্টম মিনিটে আশরাফুল ইসলামের গোলে আবার বাংলাদেশের লিড পায়। এই গোলও আসে পেনাল্টি কর্নার থেকে। তিন মিনিট পর ওমানও পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ওমান ফিল্ড গোল করলে ৩-২ স্কোরলাইনে ড্রেসিরংমে ফেরে দুই দল।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই ওমান ফিল্ড গোল করে ব্যবধান ৪-২ করে। ৩৮ মিনিটে ওবায়দুল জয়ের গোলে বাংলাদেশ আবারও খেলায় ফেরে। তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে ওমান আবার লিড বাড়ায়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ দুই গোল পিছিয়ে থেকে খেলতে নামে। ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সবুজ গোল করে বাংলাদেশের আশা জিইয়ে রাখেন। খেলায় সমতা আনতে শেষ ৬ মিনিটে বাংলাদেশ অনেক চেষ্টা করেছে। ব্যর্থ হওয়ায় প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে দর্শকের ভূমিকায় থাকবে বাংলাদেশ। আগামী পরশু (২৭ এপ্রিল) এএইচএফ কাপে বাংলাদেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
প্রসঙ্গত, এশিয়া কাপ হকি ৮ দল নিয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ব হকির র্যাঙ্কিং অনুযায়ী ৬ শীর্ষ দেশ চীন, জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া এবার সরাসরি খেলবে। বাকি দুই দল এএইচএফ কাপ থেকে আসে। চলতি বছর ভারতে এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হওয়ার কথা।
জ উ / এনজি