ভোর ৫:৪৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৩ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৪

 

সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ৯ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলবার (১৩ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন, মো. আবদুল জব্বার মিঞা, মো. আরশাদুল রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন, আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রনজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দিপ্তি, মহসিনা খাতুন ও মো. রফিকুল ইসলাম মন্টু।

 

জা ই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *