সকাল ১০:১৪ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

২৯৮ কোটি আত্মসাৎ : আতিউর, বারকাত ও আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ ২০২৫

 

প্রায় ২৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. আবুল বারকাত এবং জনতা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুছ সালাম আজাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও মিথ্যা রেকর্ড সৃষ্টি করে ব্যাংক কর্তৃক মর্টগেজ নেওয়া জমিতে বাস্তবে কোনও ভবন বা স্থাপনা না থাকা সত্ত্বেও ঋণগ্রহীতা মালিক হওয়ার আগেই এ জমিতে স্থাপনা দেখিয়ে মূল্যায়ন করে এবং জমি ও স্থাপনার মূল্য প্রায় ৬১০ কোটি টাকা মূল্যায়ন করে (অতি মূল্যায়ন) ঋণ অনুমোদনপূর্বক বিতরণ এবং গ্রহণের মাধ্যমে জনতা ব্যাংকের জনতা ভবন কর্পোরেট শাখার ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের দায়ে আব্দুছ ছালাম আজাদ, ড. আবুল বারকাত, ড. আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

গোপন সূত্রে দুদক জানতে পেরেছে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশযাত্রা বন্ধ করা প্রয়োজন। আসামিরা যাতে তদন্ত চলাকালীন সময়ে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় আদেশ দেওয়া এবং তা কার্যকর করার জন্য পুলিশের বিশেষ শাখাকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *