রাত ৮:২৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

২৫ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করুন: পিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে জাতীয় শোক দিবস ঘোষণার আহ্বান জানিয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা ট্র্যাজেডিতে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসার শহীদ হয়েছেন, যা ইতিহাসে এক কলঙ্কের অধ্যায় বলে আমরা মনে করি। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধেও এত সামরিক কর্মকর্তা শহীদ হননি। পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে শক্তিহীন রাষ্ট্রে পরিণত করার এক গভীর ষড়যন্ত্র। নেপথ্যের ষড়যন্ত্রকারীরা আড়ালেই রয়ে গেলো। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানাই।

তারা আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক শহীদ সেনা অফিসারদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার জন্য প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি’র জেলা, উপজেলা, সব জাতীয়তাবাদী শক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *