রাত ৪:৩১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

১৮৩ করেই বড় জয় তুলে নিলো বিজয়ের গাজী গ্রুপ

বিশেষ সংবাদদাতা

১৫ মার্চ ২০২৫

 

 

হারের বৃত্তে আটকে পড়লো প্রাইম ব্যাংক। গাজী গ্রুপের বিপক্ষে ১৮৪ রানের ছোট টার্গেটও ছুঁতে পারলো না জাকির হাসানের দল। মাত্র ৮৯ রানে অলআউট হয়ে প্রাইম ব্যাংক হেরেছে ৯৪ রানের বড় ব্যবধানে।

সমান ৫ ম্যাচে প্রাইম ব্যাংক তৃতীয়বারের মত হারলেও গাজী গ্রুপ চতুর্থ জয় নিয়ে কক্ষপথেই থাকলো।

বিকেএসপি মাঠে এমনিতে রানের ছড়াছড়ি। কিন্তু আজ শনিবার বিকেএসপি ৪ নম্বর মাঠে দুই বড় দল গাজী গ্রুপ আর প্রাইম ব্যাংকের ম্যাচটি হঠাৎই লো স্কোরিং গেম হলো। প্রথম ব্যাট করতে নেমে মাত্র ১৮৩ রানে অলআউট হয় এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ।

টপ স্কোরার ছিলেন অধিনায়ক বিজয়। তার ৪৮ রান ছাড়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৩০ রান করেন।

প্রাইম ব্যাংকের সফলতম বোলার ছিলেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এ অভিজ্ঞ স্পিনার আর অফস্পিনার নাহিদুল ইসলাম দুজনই সমান ৩টি করে উইকেট পান। এছাড়া পেসার হাসান মাহমুদ ও লেগস্পিনার রিশাদ হোসেন দুটি করে উইকেট পান।

কিন্তু বোলারদের সাজিয়ে দেওয়া মঞ্চে উঠতে পারেননি প্রাইম ব্যাংকের ব্যাটাররা। ওপেনার সাব্বির হোসেন (০), নাইম শেখ (১৫), জাকির হাসান (১১), শাহাদাত দিপু (১২), ইরফান শুক্কুর (২), নাহিদুল ইসলাম (৬) ও শামীম পাটোয়ারী (৪) সবাই ব্যর্থতার মিছিল এ অংশ নিয়েছেন।

এমন নয় গাজী গ্রুপের কোনো বোলারের বিধ্বংসী বোলিংয়ের মুখে এমন ব্যাটিং বিপর্যয়। বাস্তবে তা নয়, আবু হাশিম (৩/১৫), শেখ পারভেজ জীবন (২/১৭) আর লিয়নের (২/৩৮) সাঁড়াশি বোলিংয়ের মুখে মাত্র ৮৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর

গাজী গ্রুপ: ৪৩.৪ ওভারে ১৮৩/১০ (সাদেকুর ৮, এনামুল বিজয় ৪৮, ওয়াসি ২, শামসুর রহমান শুভ ২, সালমান ইমন ০, আমিনুল বিপ্লব ৩০, তোফায়েল ২০, শেখ পারভেজ ৮, আব্দুল গাফফার সাকলাইন ২০; আরাফাত সানি ৩/২২, নাহিদুল ইসলাম ৩/৪৬, হাসান মাহমুদ ২/২৩, রিশাদ ২/২৩)

প্রাইম ব্যাংক: ২৩.২ ওভারে ৮৯/১০ (সাব্বির হোসেন ০, নাইম শেখ ১৫, জাকির হাসান ১১, শাহাদাত দিপু ১২, ইরফান শুক্কুর ২, নাহিদুল ৬, শামীম পাটোয়ারী ৪, রিশাদ হোসেন ২১; আবু হাশিম ৩/১৫ , শেখ পারভেজ জীবন ২/১৭, লিয়ন ২/৩৮)।

ফল: গাজী গ্রুপ ৯৪ রানে জয়ী।

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *