রাত ৪:২৫ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

১৫ বার আঘাতের পর জোর করে নেওয়া হয় বিবৃতি!

বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৫

 

পুলিশি হেফাজতে ছিলেন সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সপ্তাহদুয়েক আগে দুবাই থেকে ফেরার সময় ভারতের বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও অর্থ উদ্ধার করা হয়।

কিন্তু এ ঘটনায় পুলিশি জেরার নামে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। ভারতের রাজস্ব গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী জানান, সেখানে নাকি অকথ্য ভাষায় আচরণ করা হয়েছে তার সঙ্গে। পর্যাপ্ত পরিমাণ খাবার-পানিও নাকি দেওয়া হতো না তাকে।

এছাড়াও রান্যার অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাকে। হেফাজতে থাকাকালীন তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘গ্রেপ্তারের মুহূর্তে আদালতে হাজির করানো পর্যন্ত বহুবার আমাকে শারিরীক নির্যাতন করা হয়েছে। জেরার নামে ১০-১৫ বার চড় মেরেছেন তদন্তকারিরা। আমি তাদের লিখিত বিবৃতিতে সই করতে রাজি হইনি। পরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে আমি সই করতে বাধ্য হই।’

এছাড়াও রান্যা জানিয়েছেন, গ্রেপ্তারির পর টানা ২৪ ঘণ্টা তাকে কোনো খাবার কিংবা পানি দেওয়া হয়নি। এমনকি ঘুমাতেও দেওয়া হয়নি। একটানা চলেছিল জিজ্ঞাসাবাদ।

এদিকে গ্রেপ্তারির কয়েক দিন পর হেফাজতে থাকা রান্যার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর চোখের নীচে কালি পড়ে গেছে; চেহারায় মানসিকভাবেও বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। তার মাঝেই রান্যার এই অভিযোগে নতুন করে জল্পনা ছড়িয়েছে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *