নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হবে। এ সম্মেলনে দলটির সারাদেশের সদস্যরা তাদের কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন।
জানা যায়, সর্বশেষ ২০১০ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বর্তমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এ সম্মেলন হয়েছিল।
সম্মেলনে কেবল দলটির সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া জামায়াত ইসলামীর কিছু নেতা এবং দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা থাকবেন।
এদিকে আগামীকাল শহীদ মিনারে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারাও সমাবেশের ডাক দিয়েছেন। দুটি অনুষ্ঠান একই দিনে এবং কাছাকাছি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশ সফল করবে’ বলে প্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের এ কর্মসূচি পূর্বঘোষিত। অনেক আগে থেকেই ডেট ঠিক করা হয়েছে। আমাদের সম্মেলনের সঙ্গে বৈষম্যবিরোধীদের সমাবেশের কোনো যোগসাজশ থাকার প্রশ্ন আসে না।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ জানান, আমাদের এখানে শুধু সংগঠনের সর্বোচ্চ স্তর, সদস্যদের এবং বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারাই আসবেন। সংগঠনের অন্যান্য কর্মী, সমর্থক এমনকি সাথিরাও এ সম্মেলনে থাকবে না।
তিনি জানান, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের সময়েও আমাদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন এবং অন্যান্য সময়ে অনলাইনে হলেও এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রতিবছরের ন্যায় এ বছরও সম্মেলন হবে।
জানা যায়, এই সম্মেলনে সদস্যদের দেওয়া ভোটে কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য নেতাদের নির্বাচিত করা হয়।
টি আই/ এনজি