দুপুর ১:০৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

১২ দিন পর চট্টগ্রামে ট্রেন চলাচল শুরু, যাত্রী কম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

০১ আগস্ট ২০২৪

 

 

১২ দিন পর চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিন আজ বৃহস্পতিবার থেকে শুধু নির্ধারিত লোকাল ট্রেনগুলো চলাচল করছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী ছিল কম। ট্রেনগুলোয় ছিল বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ২০ জুলাই থেকে চট্টগ্রাম থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায়। ১৯ জুলাই মধ্যরাতে কারফিউ জারি হয়। এমন পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হলে ট্রেন চলাচলের উদ্যোগ নেয় রেলওয়ে। গত মঙ্গলবার ঢাকার রেল ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়।

আজ সকাল ১০টা পর্যন্ত দুটি ট্রেন চট্টগ্রাম ছেড়েছে। এর মধ্যে সকাল ৮টায় চাঁদপুরগামী সাগরিকা কমিউটার ছেড়ে যায়। আর সকাল পৌনে ১০টায় ছাড়ে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার। এ ছাড়া বেলা ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছাড়বে নাজিরহাট লোকাল।

সাধারণত স্বল্প আয়ের লোকজন এসব ট্রেন ব্যবহার করে থাকেন। আবার কেউ কেউ চাকরি ও ব্যবসার প্রয়োজনে এসব ট্রেনে করে নিত্যদিন আসা-যাওয়া করেন। আর নাজিরহাট ট্রেনে করে স্থানীয় কৃষক তাঁদের উৎপাদিত পণ্য এনে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে করে কুমিল্লার নাঙ্গলকোট যাবেন গাড়ি মেরামত কারখানার শ্রমিক মো. ইব্রাহিম। ট্রেন ছাড়ার আগে তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি। বাসে করে গ্রামের বাড়িতে যেতে হলে অন্তত ৫০০ টাকা লাগে, কিন্তু ট্রেনে যেতে লাগে ৬০ টাকা। শুধু ভাড়া নয়, বাসে করে যেতে হলে কয়েকবার গাড়ি পাল্টাতে হয়। ঝক্কিঝামেলা তো আছেই। ট্রেনে নির্বিঘ্নে যাওয়া যায়।

একই ট্রেনের যাত্রী ছিলেন আতিকুর রহমান। তাঁর সঙ্গে ছিল স্ত্রী ও মেয়ে। তিনি বলেন, নিরাপদে যাতায়াতের জন্য ট্রেন তাঁর প্রথম পছন্দ। যদিও এখনো পরিস্থিতি কিছুটা ভিন্ন। তারপরও কম ভাড়া ও ঝামেলা এড়াতে ট্রেনে করে যাচ্ছেন।

আজ সকালে চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন চলাচল শুরুর প্রথম দিনে স্টেশনে প্রাণ ফেরে। এত দিন ফাঁকা ও নীরব ছিল। আজ সকাল থেকে কুলি-মজুরদের উপস্থিতি বাড়তে থাকে। ট্রেন ধরার জন্য আসতে শুরু করেন যাত্রীরা। প্ল্যাটফর্মে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল ছিল। ট্রেনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।

চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন বলেন, প্রথম দিনেই সব কটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় ট্রেনগুলোয় ১৪ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন। তবে যাত্রা শুরুর প্রথম দিন হওয়ায় যাত্রী ছিল খুবই কম। হয়তো ধীরে ধীরে বাড়বে।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *