দুপুর ২:২৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

১২ এপ্রিল পথনবজাতক দিবস ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৫

 

বিশ্ব পথশিশু দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে এক বিশাল র‌্যালির আয়োজন করে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’। বরেণ্য চলচিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা এবং নিরাপদ সড়ক চাই- এর প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই র‌্যালির উদ্বোধন করেন।

র‌্যালিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের একাডেমিক পরিচালক প্রফেসর ডা. সুফিয়া খাতুন, স্কিল ল্যাব সাব-কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. আহমেদ মুর্তজা, ইঞ্জিনিয়ার উমাশাহ উমায়ুন মনি, অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।

এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান বলেন, পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও চিকিৎসা এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে তারা অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে নানামুখী সেবাধর্মী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে তাদের এ কার্যক্রম গতিশীল করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব ও শরিয়াহভিত্তিক হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার গড়ে তোলা এবং ১২ এপ্রিলকে জাতীয় পথনবজাতক দিবস ঘোষণা ও মাতুয়াইলের শিশু-মাতৃ ইনস্টিটিউটে একটি বিশেষায়িত পথনবজাতক ইউনিট চালু করার দাবি জানান।

চলচিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে পথনবজাতকদের উদ্ধার, চিকিৎসা ও তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। পরিত্যক্ত নবজাতকদের পূণর্বাসনে কাজ করা এ প্রতিষ্ঠানটির উপদেষ্টার পদ অলঙ্কৃত করার প্রস্তাব সানন্দে সম্মতি দেন তিনি।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *