দুপুর ১:৩৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হোয়াইটওয়াশ নয়, প্রথম টেস্টের প্রথম দিন নিয়েই শুধু ভাবছেন সিমন্স

ক্রীড়া প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৫

 

সামনে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। দুই টেস্টের সিরিজ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মাথায় কেবল একটিই চিন্তা থাকার কথা, হোয়াইটওয়াশ। তবে টাইগার দলের হেড কোচ ফিল সিমন্স এভাবে ভাবতে রাজি নন। তার ভাবনা একটু ভিন্ন।

রোববার থেকে সিলেটে শুরু প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল থেকে। সিমন্স কেবল সিলেট টেস্টেই মনোযোগ দিতে চান। আলাদা করে বললেন, প্রথম দিনের কথা।

সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে।’

১৪ এপ্রিল থেকে সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডে ফরম্যাটে খেলার মধ্যে ছিলেন বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার। প্রায় চার মাস পর তারা খেলতে নামবেন টেস্ট। প্রস্তুতি ঠিকঠাক তো?

সিমন্স প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না। তার কথা, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার (সিলেটে) ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।’

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *