সকাল ৭:৪০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হিজবুল্লাহর সেই অভিযানে ২২ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪

 

 

ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর আরবাঈন অভিযানে ২২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-মায়াদিন।

লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গ্যালিলি ঘাঁটিতে ইসরাইলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটের বিরুদ্ধে চালানো ওই হামলা অত্যন্ত সফল হয়েছিল।

ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই হিজবুল্লাহর ওই অভিযানে ২২ জন ইসরাইলি গোয়েন্দা সদস্য নিহত এবং ৭৪ জন আহত হন।

ওই হামলার প্রেক্ষিতে সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটের কমান্ডার তার পদত্যাগের ঘোষণা দেন।

সূত্রগুলো জানায়, হিজবুল্লাহ সফলভাবে ৮২০০ গোয়েন্দা ইউনিটকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অভিযানটি হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর ৬টি ড্রোন ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এবং সেগুলো অত্যন্ত নির্ভুলভাবে তেল আবিবের কাছে অবস্থিত গিলট ঘাঁটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার পর, ইসরাইলি বাহিনী ঘাঁটির চারপাশে কয়েক কিলোমিটার গভীর একটি কড়া নিরাপত্তা বলয় তৈরি করে।

হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ অভিযানের পর প্রকাশ করেন যে, এ অভিযানের প্রথম লক্ষ্য ছিল ৮২০০ গোয়েন্দা ইউনিটের গিলট ঘাঁটি। দ্বিতীয় লক্ষ্য ছিল ‘আইন শামর’ বিমান প্রতিরক্ষা ঘাঁটি, যা লেবানন থেকে ৭৫ কিলোমিটার এবং তেল আবিব থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

নাসরাল্লাহ জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর ড্রোনগুলো তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। যদিও ইসরাইলি বাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পাবে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে ইসরাইলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহর এ সামরিক অভিযানকে ‘আরবাইন অপারেশন’ বলে অভিহিত করেন সশস্ত্র গোষ্ঠীটির নেতা হাসান নাসরাল্লাহ।

 

 

সূত্র: ইরনা / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *