ভোর ৫:০৯ | সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হায়দরাবাদ স্টেডিয়াম থেকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫

 

 

ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়াম (স্থানীয়ভাবে পরিচিতি উপ্পল স্টেডিয়াম) থেকে দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারুদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। আজহারউদ্দিনের নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রয়েছে। সেখান থেকে তার মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।

শুধু তাই নয়, হায়দরাবাদ স্টেডিয়ামে খেলা দেখার যে টিকিট সেখানে নাম রয়েছে আজহারউদ্দিনের। সেই টিকিট থেকেও নাম মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছ। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার ও অম্বুডস্‌ম্যান বিচারপতি ভি ঈশ্বরাইয়া এই নির্দেশ দিয়েছেন। ‘ক্রিকবাজ’-এর একটি রিপোর্টে বলা হয়েছে, দ্রুত এই নির্দেশ পালন করতে হবে।

স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে ভারতের সাবেক অধিনায়কের বিরুদ্ধে। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছিল লর্ডস ক্রিকেট ক্লাব। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা ২২৬ সদস্যের মধ্যে এই ক্লাব একটি। এরপরই সব খতিয়ে দেখে নির্দেশ দিয়েছেন ঈশ্বরাইয়া।

অভিযোগ হলো, রাজিব গান্ধি স্টেডিয়ামে যখন আজহারের নামে স্ট্যান্ড করা হয়েছিল, তখন তিনি সেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। যে সভায় এই নামে সিলমোহর পড়েছিল, সেই সভারও সভাপতিত্ব করেছিলেন আজহার। তার বিরুদ্ধে অভিযোগ, জোর করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেছেন। এমনকি, টিকিটে যে তার নাম থাকবে সেটিও তিনিই ঠিক করেছিলেন। ফলে তার নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযোগ উঠলেও নিজের অবস্থান থেকে সরছেন না মোহাম্মদ আজহারউদ্দিন। স্বার্থের সংঘাতের অভিযোগের বিষয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আজহার। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন আজহার। তিনি জানিয়েছেন, এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হবেন। ভারতীয় সংবাদমাধ্যমে আজহার বলেন, ‘স্বার্থের সংঘাতের কোনও ঘটনা ঘটেনি। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। আমি এত নীচে নামতে পারব না। ১৭ বছর ক্রিকেট খেলেছি। ১০ বছর দেশের অধিনায়ক ছিলাম। এরপর আমি এই পেলাম। এভাবেই কি হায়দরাবাদে ক্রিকেটারদের সঙ্গে ব্যবহার করা হয়? সবাই দেখলে হাসবে। আমরা হাইকোর্টে যাব। আদালত ঠিক করে দেবে কি হবে।’

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *