সকাল ৭:২৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জ : ৭ থানার মামলায় আসামি ৩৪০০, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী

জেলা প্রতিনিধি হবিগঞ্জ
২৯ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জের ৯টি থানার মধ্যে সাতটিতেই মামলা করা হয়েছে। এসব থানায় পৃথক সাতটি মামলায় আসামি করা হয়েছে অন্তত তিন হাজার ৪০০ জনকে। এসব মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৪৪০ জনের। তাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। এখন পর্যন্ত গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে ৫০ জনকে।

সোমবার (২৯ জুলাই) আটজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে গ্রাম্য কোন্দলের কারণেও অনেক অপরিচিত লোকজনকে এসব মামলায় আসামি করা হয়েছে।

 

জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবুল হাসিম বলেন, ‘পুলিশ আসলে হিসাব করে আসামি করে না। তাদের একটি নির্দিষ্ট তালিকা আছে। সে তালিকা ধরেই আসামি করা হয়। যাকে যেখানে মন চায় সেখানেই দেয়। বিএনপি নেতাকর্মীদের হয়রানি করাই তাদের টার্গেট।’

তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইও-১ (দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম।

তিনি বলেন, কারও কাছ থেকে নাম নিয়ে নয়, বরং ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আবার ভিডিও দেখেই আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘আসামিরা সব সময়ই বলে তারা নির্দোষ। কখনো দোষীরা দোষ স্বীকার করে না। কারও দেওয়া নাম নিয়ে আসামি করার বিষয়টি সত্য নয়।’

 

 

এমএস /এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *