সকাল ১১:৫৮ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘স্বাস্থ্য ভালো রাখার জন্য আস্তে আস্তে খেতে বলেছি’, ভাইরাল ভিডিওর ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা

এনজি প্রতিবেদক
১৮ মার্চ ২০২৫

 

 

‘আস্তে আস্তে ভোগ করুন, একদিনে সব খেয়ে ফেলবেন না। ধীরে চললে অনেক দূর যাওয়া সম্ভব।’ সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেন।

তার এ বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হওয়ায় তিনি আজ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি স্বাস্থ্য ভালো রাখার জন্য নেতাকর্মীদের আস্তে আস্তে খাওয়ার পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন, গত ১০ তারিখে আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন ও মনপুরায় যাই। সেখানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমার বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। তারপর ১১ তারিখে মনপুরায় যাই। সেদিন মনপুরা যাওয়ার প্রাক্কালে আমার বাসভবনে আমার কিছু নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। তখন ড্রইংরুমে বসে আমি কিছু কথা বলি। আমি নেতাকর্মীদের স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকা ও ভালো থাকার পরামর্শ দিয়েছি এবং দেশের সব নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চেয়েছি যাতে সবাই ধীরস্থিরভাবে রাজনীতি করে। রাজনীতিতে অস্থিরতার কোনো জায়গা নেই। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। বেশি বেশি খাবেন না, কম কম খাবেন।

তিনি রাজনীতিকে ম্যারাথন দৌড়ের সঙ্গে তুলনা করে বলেন, রাজনীতি দীর্ঘমেয়াদি একটি পথচলা। এখানে অনেক দূর যেতে হয়, ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। যদি জোরে দৌড় দেন, তাহলে মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যাবেন। আমি নেতাকর্মীদের শুধু পরামর্শ দিয়েছি যাতে তারা ধৈর্য ধরে, স্থিরভাবে রাজনীতিতে এগিয়ে যায়। হঠাৎ করে কেউ কেউ নেতা হতে হবার জন্য লাফ দিতে উপরে উঠতে চায়, তারপরে ধপাস করে পড়ে যায়—এটা যেন না হয়। ধীরস্থিরভাবে আগালে সেটা টেকসই হয়। তাই বলেছি, ধীরে ধীরে রাজনীতিতে এগোতে হবে।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *