জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৫
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানান বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।।
শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য আজ সকাল ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুর বিমানবন্দর পৌঁছার পরে বিএনপি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
জা ই/ এনজি